আকাশে মেঘের আনাগোনা অথচ বৃষ্টি নেই! আজ থেকে আরও গরম বাড়বে এই জেলাগুলিতে

Published : Jul 15, 2024, 01:08 PM IST
Kolkata weather will face heavy heat on thursday

সংক্ষিপ্ত

আজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলায়। তবে সামান্যই বৃষ্টি হবে। কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না আপাতত।

শহর কলকাতায় বাড়বে তাপমাত্রা। আজ তিলোত্তমায় বজ্রপাত সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। ফেয়ারইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। তবে আজ থেকে বৃষ্টি কমবে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। নতুন সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

আজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলায়। তবে সামান্যই বৃষ্টি হবে। কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না আপাতত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ১৯ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা আপাতত নেই।

জুলাইয়ের মাঝ পথে এসেও ভারী বৃষ্টির মুখ দেখলো না দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে। ওদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে। আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। ফিরবে গরমের দাপট বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: ইরানে খেলতে না যাওয়ার জের, এএফসি প্রতিযোগিতায় নির্বাসিত মোহনবাগান সুপার জায়ান্ট
এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার