আকাশে মেঘের আনাগোনা অথচ বৃষ্টি নেই! আজ থেকে আরও গরম বাড়বে এই জেলাগুলিতে

আজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলায়। তবে সামান্যই বৃষ্টি হবে। কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না আপাতত।

Parna Sengupta | Published : Jul 15, 2024 7:38 AM IST

শহর কলকাতায় বাড়বে তাপমাত্রা। আজ তিলোত্তমায় বজ্রপাত সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। ফেয়ারইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। তবে আজ থেকে বৃষ্টি কমবে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। নতুন সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

আজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলায়। তবে সামান্যই বৃষ্টি হবে। কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না আপাতত।

Latest Videos

আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ১৯ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা আপাতত নেই।

জুলাইয়ের মাঝ পথে এসেও ভারী বৃষ্টির মুখ দেখলো না দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে। ওদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে। আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। ফিরবে গরমের দাপট বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |