Jadavpur University: ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাতভর ঘেরাওয়ে ডিন অফ স্টুডেন্টের পদত্যাগের দাবি

যাদবপুরকাণ্ডে ফের ডিন অফ স্টুডেন্টকে তলব করবে লালবাজার। ইতিমধ্যেই নথি চেয়ে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য বুধবার তলব পেয়েও গরহাজির ছিলেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ফের বিক্ষোভ বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। গোটা ঘটনার জন্য ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী করল ছাত্রসংগঠন। তাঁর পদত্যাগের দাবিও তুলছে পড়ুয়াদের একাংশ। বুধবার রাতভর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ূয়ারা। বুধবার বিকেল ৩টে থেকে ঘেরাও করা হয়েছিল ডিনকে। বৃহস্পতিবারও ভিড় জমে ছিল অরবিন্দ ভবনের সামনে। এদিনও সকাল থেকেই উত্তপ্ত ক্যাম্পাস। অন্যদিকে যাদবপুরকাণ্ডে ফের ডিন অফ স্টুডেন্টকে তলব করবে লালবাজার। ইতিমধ্যেই নথি চেয়ে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য বুধবার তলব পেয়েও গরহাজির ছিলেন তিনি।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজভবনে জরুরি তলব করা হয়েছে। বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে প্রতিনিধি দলকে রাজভবনে আসতে বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু বনিয়ে নবান্ন আর রাজভবনের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তারপরই রাজভবনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।

Latest Videos

বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর তদন্তে ক্রমশই সামনে আসছে ব়্যাগিংএর তত্ত্ব। যা নিয়ে তোলপাড় শুরু হয়ছে রাজ্য রাজনীতিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য বা ভারপ্রাপ্ত উপাচার্য না থাকায় রাজ্যপালের দিকেই অভিযোগের তীর উঠছে। জাতীয় মানবিধিকার কমিশন যেমন ছাত্রমৃত্যু নিয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে, তেমনই রাজ্য শিশু সুরক্ষা দফতরও রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে রাজভবনে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia