Jobless Teachers Protest: এসএসসি ভবন ঘেরাও অভিযান থেকে সরলেন চাকরিহারারা, স্কুলে ফিরবেন এবার? জানুন

Published : Apr 25, 2025, 02:46 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

SSC Scam: সুপ্রিম কোর্টের রায়ে চলে গিয়েছি হকের চাকরি। একটানা পাঁচদিন SSC ভবন ঘেরাওয়ের পর অবশেষে অবস্থান বিক্ষোভ তুলে নিলেন এসএসসির চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, এসএসসি ভবন থেকে অবস্থান তুলে নিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ।  

SSC Scam: সুপ্রিম কোর্টের রায়ে চলে গিয়েছি হকের চাকরি। একটানা পাঁচদিন SSC ভবন ঘেরাওয়ের পর অবশেষে অবস্থান বিক্ষোভ তুলে নিলেন এসএসসির চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, এসএসসি ভবন থেকে অবস্থান তুলে নিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ। এসএসসি ভবন থেকে সরে শহীদ মিনারে যাচ্ছেন তারা। যেখানে তারা অবস্থান আন্দোলন ধরনা জারি রাখবেন। এর পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, আগামী সোমবার থেকে প্রত্যেকে স্কুলে ফিরবেন।

যদিও তারা স্পষ্ট করে দিয়েছেন যে, স্কুলে ফিরলেও তারা তাদের যে আন্দোলন সেটি তারা জারি রাখবেন। কারণ আগামী ৩০ তারিখ থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। ফলতো সেই ছুটি শুরু হওয়ার সময় তারা আন্দোলন এগিয়ে নিয়ে যাবে। গত কয়েকদিন ধরেই এসএসসি ভবনের সামনে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে অবস্থা আন্দোলন চলছিল। বিগত প্রায় ৪ দিনব্যাপী তারা এই ধরনা চালিয়ে যান। এরপর দেখা যায় যে, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হয় তাতে বেশ কয়েকজন অযোগ্যের নাম রয়েছে যোগ্যদের তালিকায়।

আবার বেশ কয়েকজন যোগ্যদের নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে একটি ঘটনা ঘটে। যেখানে দেখা গিয়েছে, একদল শিক্ষক-শিক্ষিকারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েছেন, ঘটনা হাতাহাতি পর্যন্ত ছড়ায়। ভবিষ্যতে যাতে এই ঘটনা ফের না ঘটে, সেটিও একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এসএসসি ভবন থেকে সরে যাওয়ার।

প্রসঙ্গত, ২০১৬ সালের SLST-র যোগ্য-অযোগ্যদের শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার এসএসসি ভবনে বাইরে ধরনায় বসেছিলেন চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ ১৬ জন আধিকারিক। আন্দোলনকারীদের দাবি ছিল যে, তালিকা প্রকাশ করতেই হবে। না হলে তাদের এই ধরনা চলবে। কিন্তু সুপ্রিম নির্দেশ না থাকায় যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি। তবে ডিআই অফিসে পাঠানো হয়েছিল যোগ্যদের লিস্ট। তবে সেই তালিকাতেও নাম ছিল না একাধিক যোগ্যের। ফলে ধরনা চলছিলই। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএসসি ভবন ঘেরাও তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন চাকরিহারারা। তবে এখন দেখার ধরনা তুলে নিলেও কোন দিকে গড়ায় চাকরিহারাদের ভবিষ্যৎ!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা! শুভেন্দুর এই প্রশ্নের জবাবে কী বললেন মোহন ভাগবত?
বঙ্গে জাঁকিয়ে চলছে শীতের ইনিংস, উত্তরে কুয়াশার সতর্কতা, জানুন আজকের আবহাওয়ার আপডেট