
তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে আজ জনপ্লাবন হবে কলকাতায়। ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। প্রতিটি সিগন্যালে ট্রাফিক পুলিশ মোতায়েন করা থাকবে।
বিশেষ ব্যারেকডেরও ব্যবস্থা করা হয়েছ। শহরের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
২১ জুলাই সারাদিন বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। জলপ্লাবন হবে কলকাতায়। ধর্মতলায় উপছে যাবে ভিড়। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বিশেষ মেট্রো চালানোর ব্যবস্থা করা হল কলকাতা মেট্রোর তরফে।
বিশেষ ভাবে নিরাপত্তা বাড়ান হয়েছে বেশ কিছু মেট্রো স্টেশনে। বহু জায়গায় বিশেষ কাউন্টারও খোয়া হয়েছে। ধর্মতলা মেট্রো এদিন চাঁদনিচক, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট ও ময়দান স্টেশনে কড়া নিরাপত্তা জারি করে
অন্যবারের তুলনায় এবারের সমাবেশ বেশ কিছুটা আলাদা। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। তাই এবারের ২১ জুলাই একেবারে ভিন্ন সাজে সাজছে ধর্মতলার মঞ্চ।