তৃণমূলের একুশে জুলাইকে কেন্দ্র করে জনপ্লাবনের আশঙ্কা, বিশেষ ব্যবস্থা থাকছে মেট্রোতে

Published : Jul 20, 2024, 11:01 PM IST
kolkata metro

সংক্ষিপ্ত

তৃণমূলের (TMC) শহিদ দিবসকে কেন্দ্র করে এবার বিশেষ মেট্রো। জানিয়ে দিল কলকাতা মেট্রো (Metro Rail) কর্তৃপক্ষ।

তৃণমূলের (TMC) শহিদ দিবসকে কেন্দ্র করে এবার বিশেষ মেট্রো। জানিয়ে দিল কলকাতা মেট্রো (Metro Rail) কর্তৃপক্ষ।

রাত পোহালেই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। ঐতিহাসিক ২১ জুলাই। আর সেই উপলক্ষ্যেই রবিবার, বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় আসবেন তৃণমূল কর্মীরা। তাই কিছু স্টেশনকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। সেইসঙ্গে, টিকিট কাউন্টার (Ticket Counter) খোলা হচ্ছে বহু জায়গায়।

ধর্মতলা চত্বরের চারটি মেট্রো স্টেশনে সবচেয়ে বেশি ভিড় হয়। সেই কথা মাথা রেখেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। অন্যদিকে, যাত্রীদের কথা ভেবে অতিরিক্ত ৫৪ জন আরপিএফ (RPF) জওয়ানকে মোতায়েন করা হচ্ছে এই চারটি স্টেশনে। এছাড়াও কড়া নজর থাকবে সিসিটিভি ফুটেজে।

সেইসঙ্গে, যাত্রী সুবিধার কথা ভেবে অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হচ্ছে বেশ কয়েকটি স্টেশনে। তার মধ্যে এসপ্ল্যানেড স্টেশনে ৬টি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও দমদম, বরানগর, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক এবং কালীঘাটেও অতিরিক্ত দুটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল।

অন্যদিকে, দক্ষিণেশ্বরেও তিনটি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে এদিন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুট ছাড়া অন্যান্য সব মেট্রো বন্ধই থাকছে। অন্যান্য রবিবারের মতো সময়সূচিও একই থাকছে।

সবমিলিয়ে, একুশে জুলাইয়ের ভিড় সামলাতে তৈরি কলকাতা মেট্রো কর্তৃপক্ষও। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাত্রীদের কথা ভেবে অতিরিক্ত ৫৪ জন আরপিএফ জওয়ানকে মোতায়েন করা হচ্ছে এই চার স্টেশনে। এছাড়াও কড়া নজর থাকবে সিসিটিভি ফুটেজে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
মেসি কাণ্ড: দুই তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি বিজেপির, কার নামে বোমা ফাটালেন শুভেন্দু?