স্বাস্থ্যভবন 'সাফাই' অভিযান চলছে, গেট আটকে ৫ দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা

Published : Sep 10, 2024, 05:53 PM ISTUpdated : Sep 10, 2024, 05:59 PM IST
 junior doctors are still on strike swasthya bhawan is under siege bsm

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হওয়া সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন জোরদার করেছে এবং স্বাস্থ্যভবন ঘেরাও করেছে। আরজি কর হাসপাতালের ঘটনার বিচারের দাবিতে তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগের দাবি জানিয়েছে তারা। 

সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ, তারপরেও কাজে যোগ দেওয়া তো দূর কথা আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে স্বাস্থ্যভবন ঘেরাও করে বসে রয়েছে জুনিয়র ডাক্তাররা। তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগের দাবি নিয়ে সাফাই অভিযানে নেমেছে আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদীরা। জানিয়ে দিয়েছে তাঁদের দাবি না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবন চত্ত্বরে।

মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত প্রতীকী মস্তিষ্ক ও চোখ হাতে নিয়ে মিছিল পড়ে জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি তারা স্বাস্থ্যভবনের ঘুঘুর বাসা ভাঙতে সাফাই অভিযান চালাচ্ছে। আরজি করের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব তাঁরা। পাঁচ দফা দাবিতেই তাঁদের এই স্বাস্থ্যভবন অভিযান। পাঁচ দফা দাবি পুরাণ হলেই জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন। তাঁদের দাবি আরজি কর হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি। তথ্য প্রমাণ লোপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত তাদের শাস্তি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। রাজ্যের হাসপাতালগুলিতে ভয় মুক্ত পরিবেশ তৈরি করা।

স্বাস্থ্যভবনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, কর্তারা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছে। কিন্তু পাল্টা জুনিয়র ডাক্তাররা জানিয়েছে তারা আলোচনায় বসতে বা ডেপুটেশন দিতে আসেনি। তাদের দাবিগুলি খুবই স্পষ্ট। আর সেগুলি মানা না হলে তারা লাগাতার অবস্থান চালাবে। আপাতত কর্মবিরতি উঠছে না জুনিয়র ডাক্তারদের। যদিও জুনিয়র ডাক্তাররা আগেই বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু তারপরেই তাঁরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর