মঙ্গলবার মানব-বন্ধনের ডাক জুনিয়র ডাক্তারদের! সঙ্গে একাধিক কর্মসূচি, বিশদে জানুন

মঙ্গলবার, বিশাল কর্মসূচি।

মঙ্গলবার, বিশাল কর্মসূচি। এবার মানব-বন্ধনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা।

উল্লেখ্য, প্রতিমা নিরঞ্জন উপলক্ষে রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে কলকাতার রেড রোডে। জেলাতেও রয়েছে এই কার্নিভাল। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এই অনুষ্ঠানে কোনওভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। অন্যদিকে, জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, কার্নিভালের বিঘ্ন না ঘটিয়েই মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা।

Latest Videos

জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেছেন, “মঙ্গলবার নাকি কার্নিভাল হবে। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই বলছি, আমাদের বিচারহীনতার ৬৫ দিন হয়েছে। আমাদের সহযোদ্ধারা এক দানাও না খেয়ে এখানে রয়েছেন। সেখানে আমরা কার্নিভালে মেতে উঠব সেই মানসিক অবস্থা নেই। তবে আমরা বিঘ্নিতও করব না। কারণ, পুলিশকে কোনও সুযোগ দিতে চাই না। কোনও প্ররোচনায় পা দেব না আমরা। যে দিন কার্নিভাল রয়েছে, সেদিন প্রত্যেকে রাস্তার ধারে মানববন্ধন গড়ে তুলব। যাতে গাড়ি না আটকায়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই করব। জেলাতেও কার্নিভালের দিন পদযাত্রা, সভা এবং সমাবেশ করুন আপনারা।”

আরও পড়ুনঃ

আইএমএ সহ সমস্ত চিকিৎসক সংগঠনকে বৈঠকের আহ্বান জানিয়ে ইমেইল মুখ্যসচিবের, কাটছে জট? 

শুধু তাই নয়, সিবিআই-এর তদন্ত নিয়েও প্রশ্ন তুলে দিলেন আন্দোলনকারীরা। সোমবার, এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। তারা এবার রাজভবন অভিযানের ডাক দিয়েছেন।

তারা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন, “মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন? আমরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাই। ভাবতে কষ্ট হচ্ছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা অমানবিক হতে পারেন? সরকার এতটা অমানবিক হতে পারে যে, এত দিন হয়ে গেল কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনও কথা শুনতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি মুখ্যসচিবের তরফ থেকে একটা ইমেইল, কোনও একটা কুণাল ঘোষ কিংবা কোনও ছুটকো-ছাটকার বিরূপ প্রতিক্রিয়া।”

আরও পড়ুনঃ

দুর্গাপুজোর কার্নিভাল বয়কট করে বার্তা দেওয়ার ডাক শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba