'জবাব দাও সিবিআই'! জুনিয়র ডাক্তারদের সিজিও 'অভিযান'-এ উপস্থিত সাধারণ মানুষও

Published : Sep 20, 2024, 05:34 PM ISTUpdated : Sep 20, 2024, 05:35 PM IST
Junior doctors march from health building to CBI office CGO complex bsm

সংক্ষিপ্ত

আন্দোলনকারীরা এবার সিবিআই-এর কাছে বিচারের দাবিতে সরব হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা জানিয়েছে ধর্না তুলে তারা কাজে ফিরলেও তাদের দাবি না মেটা পর্যন্ত তারা আবার ধর্নায় বসতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

তিলোত্তমার বিচারের দাবিতে স্বাস্থ্য় ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল। বৃহস্পতিবারই জুনিয়র ডাক্তাররা ধর্না তোলার কথা ঘোষণা করেছিল। তবে তার আগে সিবিআই দফতর 'অভিযান' -এর কথাই ঘোষণা করেন। সেই মত এদিন মিছিল শুরু হয়। স্বা্স্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিলেন সাধারণ মানুষও।

আন্দোলনকারীরা এবার সিবিআই-এর কাছে বিচারের দাবিতে সরব হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা জানিয়েছে ধর্না তুলে তারা কাজে ফিরলেও তাদের দাবি না মেটা পর্যন্ত তারা আবার ধর্নায় বসতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে। তবে এদিন তাদের মিছিলের মূল উদ্দেশ্যই হল সিবিআইকে চাপে দেওয়া। এক জুনিয়র ডাক্তার জানিয়েছে, তারা রাজনীতি করছে না। রাজনীতি করতে চাইল পাঁচটি দাবি নিয়ে তারা চানা ৪০ দিন ধরে অবস্থান বিক্ষোভ করত না। জুনিয়র ডাক্তাররা জানিয়েছে, তারা হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্যই আন্দোলন করেছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। সেই কারণেই তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে এবার তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন বন্য কবলিত এলাকায় পৌঁছে যাবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাঁকুড়া ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে থাকবে বন্যা কবলিত মানুষের জন্য পানীয় জল, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র। জুনিয়র ডাক্তাররা সঙ্গে নিয়ে যাবে ত্রিপল ও প্রয়োজনীয় সামগ্রী। কঠিন এই প্রাকৃতিক দুর্যোগের সময়ই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিচ্ছে। জুনিয়র ডাক্তারদের কথায় তাদের কঠিন পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ তাদের পাশে থেকেছিল। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এবার জুনিয়ার ডাক্তাররা সাধারণ মানুষের দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এক জুনিয়র ডাক্তারের কথায় আরজি করের নির্যাতিতা চিকিৎসক বেঁচে থাকলে তিনিও এই পদক্ষেপ করতেন। নির্যাতিতার কথা স্মরণ করেই তারা এই পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?