আরজি কর হত্যাকাণ্ডের প্রথম চার্জশিট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসকদের, প্রশ্ন অনেক জুনিয়র ডাক্তারদের

Published : Oct 07, 2024, 04:57 PM IST

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের তদন্ত হাতে নেওয়ার ৫৫ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। কিন্তু চার্জশিট নিয়ে কী বলেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 

PREV
110
আরজি কর-কাণ্ডে চার্জশিট পেশ

আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। সিবিআই-এর বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছেন আইনজীবী।

210
চার্জশিট নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিক্রিয়া

চার্জশিট নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তাররাও প্রতিক্রিয়া দিয়েছেন। মিশ্র প্রক্রিয়া দিয়েছেন চিকিৎসকরা।

310
চার্জশিটে একমাত্র নাম

সিবিআই সূত্রের খবর চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের। তাই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে।

410
সিবিআই চার্জশিটে দবি

সূত্রের খবর সিবিআই চার্জশিটে দাবি করেছে, সঞ্জয় মত্ত অবস্থায় আরজি করের তরুণী চিকিৎসককে মত্ত অবস্থায় খুন ও ধর্ষণ করেছে।

510
চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি

মেয়েটি দুর্নীতি চক্রের বলি হয়েছে। শুরু থেকেই যা যা সামনে এসেছে, ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে এটা পরিস্কার এর পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক ব্যক্তি জড়িত। সিবিআই প্রকৃত সত্য সামনে আনবে। সেটাই আমাদের আশা।

610
প্রবীণ এক চিকিৎসকের কথায়

সিবিআই চার্জশিট দাখিল করেছে সেটাই বড় কথা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিশ্টয় দুষ্কৃতী চক্রের বিষয়টি খতিয়ে দেখবে।

710
চিকিৎসকদের আশা

চিকিৎসকদের একটি বড় অংশের আশা আরজি কর হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত , যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও চার্জশিট দেবে।

810
চার্জশিট নিয়ে জুনিয়র ডাক্তারদের মন্তব্য

এক আন্দোলনকারীর কথায় চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের কথা উল্লেখ রয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই তদন্তে পরবর্তীকালেও স্বচ্ছতা থাকবে বলেও আশা প্রকাশ করেছে।

910
চার্জশিট নিয়ে প্রশ্ন

সিভিককে দোষী বলা হচ্ছে। কিন্তু একজন মদ্যপ যুবকের পক্ষে কী এ ঘটনা একা ঘটানো সম্ভব? তাঁর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে-- চার্জশিট নিয়ে প্রশ্ন রয়েছে এক আন্দোলনাকারীর।

1010
চার্জশিট আরও

চার্জশিট নিয়ে আরও অনেক প্রশ্ন রয়েছে। তদন্ত কোন পথে যাচ্ছে - সত্য কতটা উদঘাটন হবে - তা নিয়েও প্রশ্ন রয়েছে জুনিয়র ডাক্তাররা।

click me!

Recommended Stories