সিবিআই সূত্রের খবর চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের। তাই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসক মহলে।
সিবিআই চার্জশিটে দবি
সূত্রের খবর সিবিআই চার্জশিটে দাবি করেছে, সঞ্জয় মত্ত অবস্থায় আরজি করের তরুণী চিকিৎসককে মত্ত অবস্থায় খুন ও ধর্ষণ করেছে।
চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি
মেয়েটি দুর্নীতি চক্রের বলি হয়েছে। শুরু থেকেই যা যা সামনে এসেছে, ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে এটা পরিস্কার এর পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক ব্যক্তি জড়িত। সিবিআই প্রকৃত সত্য সামনে আনবে। সেটাই আমাদের আশা।
প্রবীণ এক চিকিৎসকের কথায়
সিবিআই চার্জশিট দাখিল করেছে সেটাই বড় কথা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিশ্টয় দুষ্কৃতী চক্রের বিষয়টি খতিয়ে দেখবে।
চিকিৎসকদের আশা
চিকিৎসকদের একটি বড় অংশের আশা আরজি কর হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত , যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও চার্জশিট দেবে।
চার্জশিট নিয়ে জুনিয়র ডাক্তারদের মন্তব্য
এক আন্দোলনকারীর কথায় চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের কথা উল্লেখ রয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই তদন্তে পরবর্তীকালেও স্বচ্ছতা থাকবে বলেও আশা প্রকাশ করেছে।
চার্জশিট নিয়ে প্রশ্ন
সিভিককে দোষী বলা হচ্ছে। কিন্তু একজন মদ্যপ যুবকের পক্ষে কী এ ঘটনা একা ঘটানো সম্ভব? তাঁর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে-- চার্জশিট নিয়ে প্রশ্ন রয়েছে এক আন্দোলনাকারীর।
চার্জশিট আরও
চার্জশিট নিয়ে আরও অনেক প্রশ্ন রয়েছে। তদন্ত কোন পথে যাচ্ছে - সত্য কতটা উদঘাটন হবে - তা নিয়েও প্রশ্ন রয়েছে জুনিয়র ডাক্তাররা।