Tamilnadu News: অনলাইন ডায়েট প্ল্যানে বিপদ! নিয়মিত ফলের রস পান কেড়ে নিলো কিশোরের প্রাণ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Tamilnadu News: তিনমাস ধরে ডায়েটে শুধুই ফলের রস! মর্মান্তিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর। বিশ্বায়নের যুগে ইন্টারনেট সংযোগ থাকলেই ঘরে বসেই এক ক্লিকে মিলছে যাবতীয় তথ্য। আর এই তথ্য যাচাই না করেই অনুসরণে ডেকে আনছে মৃত্যুর মতো সমূহ বিপদ! এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারি জেলার এক কিশোরের সঙ্গে।
তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলচেলের এক ১৭ বছর বয়সী কিশোরের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার নিজের বাড়িতে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিন মাস ধরে একটি ডায়েট প্ল্যান অনুসরণ করছিল ওই কিশোর। মৃত কিশোরের পরিবারের অনুমান এই ডায়েটই তার মৃত্যুর কারণ হতে পারে।
স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরের নাম এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় তার বাড়িতে পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। তবে পরিবারের সদস্যরা জোরালোভাবে দাবি করছেন যে, তার কঠোর ডায়েটই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।
আরও জানা গিয়েছে, সম্প্রতি কিছু অনির্দিষ্ট ওষুধ সেবন করছিলেন এবং শরীরচর্চাও শুরু করেছিলেন। তবে, তার এই অস্বাভাবিক ফল রস-ভিত্তিক ডায়েটই তার মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি সুস্থ থাকা সত্ত্বেও এই কঠোর ডায়েট শুরু করেছিলেন, যা তার স্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে। অনলাইন ডায়েট অনুসরণ করতে গিয়ে এক মর্মান্তিক পরিণতি হয়েছে ওই কিশোরের। তার পরিবার জানিয়েছে, তিনি শুধুমাত্র ফলের রস পান করছিলেন এবং সম্পূর্ণরূপে অন্য খাবার পরিহার করেছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই তিনি শ্বাসকষ্টের সমস্যায় বাড়িতেই লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনা আবারও অপরিকল্পিত এবং বিশেষজ্ঞের পরামর্শবিহীন ডায়েট অনুসরণে কী বিপদ হতে পারে তা তুলে ধরল। কীভাবে একটি অনলাইন ডায়েট একজন সুস্থ মানুষের জীবন কেড়ে নিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


