Kolkata Metro Rail: বেসরকারিকরণের পথে হাঁটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কাদের হাতে যাচ্ছে কলকাতা মেট্রো?

Published : Jul 25, 2025, 09:19 PM IST

Kolkata Metro Rail:  কলকাতা মেট্রোরেল নিয়ে এবার বড় পদক্ষেপের সিদ্ধান্ত। আর সরকারি থাকবে না কলকাতা মেট্রোরেল? এমনটাই ইঙ্গিত শোনা যাচ্ছে। কী বলছে মেট্রো কর্তৃপক্ষ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
কলকাতা মেট্রো নিয়ে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোরেল নিয়ে এবার নতুন চিন্তাভাবনা মেট্রো কর্তৃপক্ষের। সূত্রের খবর, খুব শীঘ্রই বেসরকারিকরণ হয়ে যেতে পারে কলকাতা মেট্রোরেল। এরজন্য নাকি সিদ্ধান্তও নিয়ে ফেলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। 

25
বেসরকারিকরণের পথে মেট্রোরেল

সূত্রের খবর, বেসরকারিকরণ হয়ে যেতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল। এই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা কবে থেকে সম্পূর্ণ রূপে মিলবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি মেট্রো ভবন। তবে এবার যে মেট্রোরেল বেসরকারি হাতে যাচ্ছে সেই বিষয়ে  চূড়ান্ত আভাস পাওয়া গিয়েছে। 

35
বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা?

জানা গিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী ৩১ জুলাই। ওই দিন মেট্রোর দরপত্র বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে। আর এই খবরেই তৈরি হয়েছে নতুন করে মেট্রোর বেসরকারিকরণ নিয়ে জল্পনা। 

45
মুখে কুলুপ মেট্রো কর্তৃপক্ষের

এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। কার্যত মুখে কুলুপ এঁটেছে তারা। জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প রূপায়ণকারী সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা কলকাতা মেট্রোর তরফে কেউ সরকারিভাবে মুখ খুলতে চাননি বিষয়টি নিয়ে। 

55
কাদের হাতে যাচ্ছে কলকাতা মেট্রোরেল?

জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আগ্রহ দেখিয়েছিল। তবে এবার তারা আগ্রহী কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড একটি স্বশাসিত সংস্থা। যদিও এর বেশি এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

Read more Photos on
click me!

Recommended Stories