Jyotipriya Mallick Health Update: স্বাভাবিক হৃদস্পন্দন, চলছে অন্যান্য পরীক্ষানিরীক্ষা, কেমন আছেন বালু?

শুক্রবার আদালত কক্ষে থাকাকালীন অসুস্থ হয় পড়ায় কোর্ট থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আপাতত রয়েছেন তিনি।

রেশন দুর্নীতি মামলায় গারদের ওপারে রাজ্যের নবমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে শুনানি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার টানা ২০ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় বালুকে। কিন্তু শুক্রবার আদালত কক্ষে থাকাকালীন অসুস্থ হয় পড়ায় কোর্ট থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আপাতত রয়েছেন তিনি। তবে ঠিক কী সমস্যা সেই নিয়ে হাসপাতাল সূত্রে এখনও পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। একাধিক পরীক্ষা নীরীক্ষা করানো হয়েছে তাঁকে।

কেমন আছেন জ্যোতিপ্রিয়?

Latest Videos

এখন পর্যন্ত জানা যাচ্ছে যাচ্ছে হাইপারগ্লাইসিমিয়া (রক্তে অত্যধিক শর্করা), রেনাল ইমপেয়ারমেন্ট (কিডনির অসুখ), ডাইসিলেক্‌ট্রোলিটেমিয়া, প্রি-সিঙ্কোপ (সংজ্ঞা হারানোর অনুভূতি)-এর মত সমস্যা রয়েছে তাঁর। এছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা বা হাইপারটেনশনও রয়েছে। শনিবার দিনভর পরীক্ষা নিরীক্ষা চলেছে বালুর হৃদস্পন্দন ও স্নায়বিক অবস্থা নিয়ে। ডায়াবিটিস এবং মেরুদণ্ডের পরীক্ষাও করানো হবে। মন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা দেখতে ইতিমধ্যেই হল্টার মনিটরিংও শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য নিয়োজিত রয়েছেন, কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি এবং ডায়াবিটিস বিশেষজ্ঞরা। উল্লেখ্য শনিবার রাতের বুলেটিন অনুযায়ী বর্তমানে তাঁর হৃদযন্ত্র স্বাভাবিক, অন্যান্য প্যারামিটারও স্থিতিশীল বালুর। তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে সেবিষয় এখনও হাসপাতাল সূত্রে কিছুই জানানো হয়নি।

বাজেয়াপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। ২০১১ সালের হলফনামায় সম্পত্তির বিবরণ ও ব্যাখ্যা হিসেবে তিনি জানিয়েছিলেন, তাঁর ১৫টি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। এছাড়া রেকারিং ডিপোজ়িট অ্যাকাউন্ট ছিল দু’টি। এসবিআইতেও রয়েছে জ্যোতিপ্রিয়ের নামে ১২টি ফিক্সড ডিপোজিট। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রয়েছে দু’টি আর একটি সমবায় ব্যাঙ্কে রয়েছে ২০টি ফিক্সড ডিপোজিট। এছাড়া পোস্ট অফিসেও তাঁর সাড়ে ৪ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে। নগদ ছাড়াও রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকার সোনার গয়না । ২০১১ সাল পর্যন্ত বালুর নামে থাকা তিনটি জীবনবীমার একটিতে ১৫ লক্ষ টাকার প্রিমিয়াম জমা পড়েছিল।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024