আধুনিক সুযোগ-সুবিধায় উত্তর-পূর্ব ভারত ভ্রমণ হবে আরও আরামদায়ক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এবার নতুন রেক

Published : Nov 29, 2025, 11:53 AM IST

Kanchanjunga Express: শীতের মরশুমে উত্তর-পূর্ব ভারত ভ্রমণে যাত্রীদের জন্য আরও সুবিধা এনে দিচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এই শীতেই আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন রেক। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ছে রেকের সংখ্যা

চলতি শীতের মরশুমে ভ্রমণ প্রিয় মানুষের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার খুব সহজেই ঘুরতে যাওয়া যাবে উত্তর-পূর্ব ভারতে। কারণ, কলকাতা বা শিয়ালদহ স্টেশন থেকে এই রুটের সবথেকে জনপ্রিয় ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়তে চলেছে রেকের সংখ্যা। যারফলে এই শীতে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করতে চলেছেন যাত্রীরা। 

25
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নতুন রেক

পূর্ব রেল সূত্রে খবর, দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে উত্তর-পূর্ব ভারত ভ্রমণের জন্য পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ট্রেন হলো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবার এই ট্রেনই যাত্রীদের জন্য একেবারে ঝাঁ চকচকে নতুন রেক সহ হাজির হচ্ছে এই শীতের মরশুমে। ফলে ভ্রমণপিপাসু যাত্রীরা এবার ট্রেন জার্নিতে অন্যরকম অভিজ্ঞতা লাভ করতে চলেছেন। 

35
আসছে নতুন এলএইচবি কোচ

জানা  গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে পুরনো কোচগুলি বদলে সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক এলএইচবি কোচে রূপান্তরিত করা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে। শুধু তাই নয়, নয়া রূপে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকবে যাত্রী নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং ট্রেন সফরের যাবতীয় সুযোগ সুবিধা মিলবে নয়া এই রেকগুলিতে। 

45
যাত্রী পরিষেবায় জোর

রেল সূত্রে খবর, শুধু নতুন রেকের সংখ্য়াই বৃদ্ধিই নয় নতুন রূপে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাজাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষার ওপর। কারণ, ট্রেন দুর্ঘটনার সময় বেশিরভাগ ক্ষেত্রে কামরাগুলি একে অপরের উঠে যায়। যারফলে বাড়ে হতাহতের সংখ্য়া। এবার তা আটকাতে নতুন এই এলএইচবি কোচগুলিতে থাকছে অ্যান্টি টেলিস্কোপিক ডিজাইন। এবং আগের আইসিএফ-এর তুলনায় পৃথক গুণমান সমৃদ্ধ। 

55
অত্যাধুনিক প্রযুক্তির সম্ভার

জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পুরনো কোচগুলির তুলনায় নতুন এলএইচবি কোচগুলি অনেকটাই বড়। কোচগুলিতে থাকছে আধুনিক ডিস্ক ব্রেক। এবং ট্র্যাক কামড়ে চলার বিশেষ গুণ। ট্রেনের কোচগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্রেন সফরে আওয়াজ কম হয়। শুধু তাই নয়, এর ইন্টিরিয়র ডিজাইন ট্রেনের সফর যাত্রীদের কাছে অনেক আরামদায়ক ও উপভোগ্য করে তুলবে। 

Read more Photos on
click me!

Recommended Stories