রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা, রবিবার শিয়ালদহ শাখায় মিলবে বাড়তি লোকাল ট্রেন পরিষেবা

Published : Nov 29, 2025, 10:08 AM IST

Sealdah Local Train News: রবিবার ছুটির দিনেও মিলবে অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে মিলবে এই বাড়তি সুযোগ। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রবিবার চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও মিলবে অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা।  আগামী ৩০ নভেম্বর অর্থাৎ রবিবার রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পরীক্ষা  রয়েছে। সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। 

25
কোন শাখায় চলবে অতিরিক্ত ট্রেন?

শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা তাঁদের পরীক্ষাকেন্দ্রে যেতে শুরু করবেন। ফলে তাদের কথা মাথায় রেখে ওই দিন বন্ধ থাকা সমস্ত ইএমইউ পরিষেবা মিলবে শিয়ালদহ ডিভিশনে। 

35
বিজ্ঞপ্তি প্রকাশ রেলের

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে শুক্রবারই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রে খবর, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার বন্ধ থাকা সমস্ত ইএমইউ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

45
কখন থেকে মিলবে পরিষেবা?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রবিবার বন্ধ থাকা সমস্ত ইএমইউ পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। বিশেষ করে শহরতলির দূর-দূরান্ত থেকে আগত পড়ুয়াদের প্রধান ভরসাই হলো এই রেল পরিষেবা। রেল সূত্রে খবর, তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

55
কী বলছে রেল কর্তৃপক্ষ?

আগামী রবিবার অর্থাৎ ৩০ নভেম্বর রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ। সেই জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সরকারি পরীক্ষার দিনগুলিতে চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে চালানো হয় অতিরিক্ত ট্রেন-মেট্রো। এমনকি সড়কপথেও মেলে অতিরিক্ত বাস পরিষেবা।

Read more Photos on
click me!

Recommended Stories