Padma awardee Kartik Maharaj: ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

Bharat Sevashram Sangha monk Kartik Maharaj: ৬ মাসের মধ্যে ১২ বার ধর্ষণ (Rape) করেছেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এমনই অভিযোগ করেছেন এক মহিলা। তাঁর অভিযোগ, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে তাঁকে বারবার ধর্ষণ করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) এই সন্ন্যাসী। তিনি স্কুলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আশ্রমে নিয়ে গিয়ে রাখেন। তারপর এক রাতে তাঁর ঘরে ঢুকে ধর্ষণ করেন। এরপর বারবার ধর্ষণ করতে থাকেন। তিনি হুমকি দেন, পুলিশে অভিযোগ দায়ের করলে আত্মহত্যা করবেন। চাকরির আশা এবং হুমকির কারণে এত বছর ধরে তিনি চুপ করেছিলেন বলে দাবি করেছেন এই মহিলা। তবে এখন তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ধর্ষণের অভিযোগ অস্বীকার কার্তিক মহারাজের

এই মহিলার অভিযোগ অস্বীকার করে কার্তিক মহারাজ বলেছেন, 'আমি একজন সন্ন্যাসী। একজন সন্ন্যাসীর জীবনে এই ধরনের বাধা নতুন কিছু নয়। আমার আইনজীবীরা আদালতে এই মামলায় লড়াই করবেন।'

কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগে রাজনৈতিক বিতর্ক

মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনার পর রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সরব হন কার্তিক মহারাজ। এরপর তিনি বিজেপি-র ঘনিষ্ট হয়ে পড়েন। তাঁকে পদ্মশ্রী (Padma Shri) সম্মান জানানো হয়েছে। এবার তাঁর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে শুক্রবার থেকে উত্তাল কলকাতা। এই ঘটনায় শাসক দলের ছাত্র সংগঠনের নেতার নাম জড়িয়েছে। এরই মধ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় গেরুয়া শিবিরের উপর পাল্টা চাপ তৈরি হয়েছে। বিশেষ করে এত বছর পর এই মহিলার অভিযোগ দায়ের করার সময় নিয়ে আলোচনা চলছে। অতীতে কার্তিক মহারাজের নাম করে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে রাজনৈতিক কারণেও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়ে থাকতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।