নতুন বছরে জাঁকিয়ে শীত শহরে! জেনে নিন আজ আবহাওয়া কেমন থাকবে, রইল আপডেট

ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছিল বঙ্গে, কিন্তু হঠাৎ উধাও হয়ে যায় ঠান্ডা। নতুন বছরে ফের ফিরছে শীত, সকাল থেকে শীতের আমেজ সারা বঙ্গ জুড়ে।
Sayanita Chakraborty | Published : Jan 1, 2025 6:47 AM
110

ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছিল বঙ্গে। কিন্তু হঠাৎ উধাও হয়ে যায় ঠান্ডা।

210

কিন্তু, নতুন বছরে ফের ফিরছে শীত। সকাল থেকে শীতের আমেজ সারা বঙ্গ জুড়ে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রায় পতন দেখা গিয়েছে।

310

আজ শহরের সর্ব নিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি পতন হয়েছে তাপমাত্রার।

410

প্রথম সপ্তাহের শেষে বাড়বে শীত। এমনই খবর হাওয়া অফিসের। আজ সকালে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ মাঝারি কুয়াশা থাতে পারে।

510

বৃহস্পতিবার সকালেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুরা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে।

610

হিমের হাওয়ার কাকণে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শীত ফিরেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বছরের প্রথম দিন থাকবে ঠান্ডা হাওয়া।

710

তবে, এই ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না বলে জানায় হাওয়া অফিস। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারে আটকে আছে উত্তুরে হাওয়া।

810

তাই রাতের তাপমাত্রা আরও কমলেও জাঁকিয়ে শীত পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

910

তবে, সপ্তাহের শেষে আরও একটু তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে। তেমনই থাকবে কুয়াশার দাপট।

1010

উত্তরবঙ্গেও আজ আছে কুয়াশার দাপট। কোথাও ২০০ মিটার, কোথাও ৫০ মিটারে নামছে কুয়াশার দাপট। সব মিলিয়ে বছরের প্রথম দিন রাজ্যবাসী উপভোগ করছে শীতের ঠান্ডা আমেজ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos