২০২৪ সালের সেরা খবর! পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ৬% DA ঘোষণা হতে পারে, জারি নোটিশ

Published : Dec 31, 2024, 09:32 AM IST

বছর শেষ হওয়ার আগেই বাংলার সরকারি কর্মীদের সুখবর দেওয়া হল। কর্মীদের ডিএ বৃদ্ধি হবে এমন ঘোষণা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু মহার্ঘ ভাতা বাড়েনি সরকারি কর্মীদের। তবে শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৬ শতাংশ বাড়তে পারে। কবে হবে ডিএ ঘোষণা ?

PREV
113

একদিকে কেন্দ্র বিভিন্ন দফায় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে চলেছে। কেন্দ্রের পথে হেঁটে বহু রাজ্যের সরকার ডিএ বাড়িয়েছে কর্মীদের।

213

তবে সরকারি কর্মীরা তাতেও সন্তুষ্ট নন। নতুন বেতন কমিশন চাইছেন তাঁরা। কেন্দ্রের মতো ডিএ বৃদ্ধি, বকেয়া ডিএ ও বেশ কিছু দাবি নিয়ে একজোট হতে দেখা যায় বাংলার সরকারি কর্মীদের।

313

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কোন নতুন ঘোষণাই করেননি।

413

আগের বছর তিনি ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের ডিএ ঘোষণা করেছিলেন। কিন্তু এবার সেই নিয়ে মুখে কুলুপ সরকারের।

513

তাহলে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে কবে? একটি প্রশ্ন ঘোরাফেরা করছে এই রাজ্যের সর্বত্র।

613

সম্প্রতি শোনা যাচ্ছে, খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারী কর্মচারিদের।

713

২৫শে ডিসেম্বরের পর থেকেই সরকারি কর্মীদের ডিএ ঘোষণা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।

813

২০২৫ সালেই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের সরকারী কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারেন।

913

সূত্রের খবর, রাজ্যের সরকারী কর্মীদের এবার ৬% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

1013

সেক্ষেত্রে, নববর্ষের শুরুতে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। বর্ষশেষের উৎসবের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যের সরকারী কর্মচারীরা।

1113

বাংলার মহার্ঘ্য ভাতা নিয়ে একটানা অসন্তোষ নতুন নয়। বারংবার আন্দোলন, বিক্ষোভ, ও কর্মবিরতির পথে হাঁটতে হয়েছিল কর্মীদের।

1213

তাই সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করে।

1313

বিষয়টি নিয়ে কানাঘুষো চললেও এখনো মুখ্যমন্ত্রী কোন আভাস দেননি। তাই কবে ডিএ-র ঘোষণা হয় তার অপেক্ষায় দিন গুনছে সবাই।

click me!

Recommended Stories