কলকাতার খুব কাছেই রয়েছে এই কয়েকটি পিকনিক স্পট! একদিনের ছুটিতে ঘুরে আসুন এই ৫টি মনোরম জায়গা থেকে
শীতের ছুটি ছোট্ট ছুটি। একদিনের ছুটিতেই মজা করে পিকনিক করা যায় কলকাতার কাছেই। এই প্রতিবেদনে রইল সেই রকম কিছু জায়গার হদিশ, যেখানে বাড়ির লোকেরা মিলে হোক বা বন্ধুদের সঙ্গে শীতের দুপুরে চড়ুইভাতির মজাই আলাদা। দেখে নিন।
আপনিও কি কলকাতার কাছেই ভালো পিকনিক স্পট (Picnic Spot) খুঁজছেন?
তাহলে চিন্তা নেই, আজকের প্রতিবেদনেই রইল এমন ৫টি লোকেশনের হদিশ।
এক দিনের ছুটি কাটানো হোক বা সপ্তাহান্তে চড়ুইভাতি চাইলে মাইথনকেই পিকনিক স্পট বানিয়ে নিতে পারেন। যেখানে চড়ুইভাতির পাশাপাশি বোটিং করে প্রকৃতির মজা নিতে পারেন।
বাঙালি ছুটি পেলেই সবার আগে যেখানে যেতে চায় সেটা হল দিঘা। দিঘা যাওয়ার রাস্তাতেই পরে কোলাঘাট।
তবে জানেন কি তার আগে দেউলটির কাছেই রয়েছে এক সুন্দর পিকনিক স্পট। দেউলটি স্টেশনে নেমে বা প্রাইভেট গাড়িতে করে পৌঁছে যেতে পারেন পানিত্রাস। এরপর ছুটির একটা দিন পিকনিকের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারেন।
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পিকনিক করতে চান? তাহলে কলকাতা থেকে ৬০ কিমিরও কম দূরত্বে কল্যাণী পিকনিক গার্ডেনে চলে যেতে পারেন।
এরপর রান্না খাওয়া-দাওয়া থেকে শুরু করে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে জমিয়ে পিকনিক করতে পারবেন।
বিগত কয়েক বছরে পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছে গাদিয়াড়া।
এখানে আসতে হলে সমস্ত সরঞ্জাম নিয়ে গাড়ি ভাড়া করে আসতে হবে।
এরপর সারাদিন হৈ হৈ করে পিকনিক করে সন্ধের সময় বাড়ি ফিরতে পারবেন সহজেই।
পিকনিকের জন্য জায়গা খুঁজছেন কলকাতার কাছেই বা বলতে গেলে কলকাতার মধ্যেই?
চিন্তা নেই সেক্ষেত্রে সেক্টর ১ এর কাছেই রয়েছে নীলদ্বীপ গার্ডেন। ব্যস্ত শহরের মাঝেই একটুকরো সবুজে ঘেরা এই বাগানে ফ্যামিলি নিয়ে জলাশয়ের পাড়ে একটা দিন খাওয়া দাওয়া, ব্যাটমিন্টন খেলা ও আনন্দ করে কাটিয়ে দেওয়া যেতে পারে অনায়াসেই।