BJP RamNavami: দিনভর বিজেপির রামনবমীর কর্মসূচি, পালন দলের ৪৬তম প্রতিষ্ঠা দিবস! বিস্তারিত এক ঝলকে

Published : Apr 06, 2025, 05:19 PM IST

BJP RamNavami: রবিবার রামনবমীর পাশাপাশি ছিল ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। স্বাভাবিকভাবেই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠা দিবসও পালন করে বিজেপি কর্মী-সমর্থক থেকে নেতৃত্ব। বিস্তারিত দেখুন ছবিতে…                            

PREV
17
শাসক দলকে সুকান্তর আক্রমণ

একদিকে যেমন রবিবার ছিল রামনবমী পাশাপাশি এদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসও ছিল। ফলে দিনটিকে কোনওভাবেই হাতছাড়া করতে চায়নি পদ্মশিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের রাজ্য দফতরে পতাকা উত্তোলন করে আক্রমণ শানায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

27
রামনবমীতে তৃণমূলকে হুঁশিয়ারি

রামনবমীতে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েই বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘’পথে এখন কয়েক লক্ষ লোক নেমেছে। রাত ১০টার মধ্যে দখল হয়ে যাবে হিন্দুদের বাংলা।'' 

37
দিলীপের রামনবমী পালন

রবিবার সাতসকালে একেবারে বুলেট নিয়ে মেদিনীপুরের রাস্তায় নামতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। সঙ্গেই প্রায় ৫০০ বাইকের মিছিল। অন্যদিকে স্কুটি নিয়ে মিছিল করতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে। রাস্তায় নামেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

47
নন্দীগ্রামে নিজের গড়ে শুভেন্দু

রামনবমীর সকালে নন্দীগ্রামে নিজের গড়ে শোভাযাত্রা শুরু করেন শুভেন্দু অধিকারী। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। 

57
শুভেন্দুর বাইক র‌্যালি

সোনাচূড়াতে চার বিঘার জায়গার উপর তৈরি হবে রাম মন্দির। আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু। রাম নবমীর দিনই হল তার ভূমি পুজো। এদিন সোনাচূড়া থেকে বাইক র‌্যালিও করেন শুভেন্দু অধিকারী। 

67
নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দিরের ভূমি পুজো

রামনবমীর পুন্যতিথিতে নন্দীগ্রামের সোনাূড়াতে রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। বেশ কয়েকদিন ধরেই সেখানে পুরোদমে চলছিল প্রস্তুতি। রবিবার সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শুভেন্দু অধিকারী। 

77
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় সুকান্ত মজুমদার

অন্যদিকে রাজ্য দফতরের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির পরেই সুকান্ত মজুমদার সোজা চলে যান হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে। প্রসঙ্গত, গতবার এই শোভাযাত্রাতেই ছড়িয়েছিল উত্তেজনা। শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর ছিল প্রশাসনের।

Read more Photos on
click me!

Recommended Stories