চলেছে টানা বৃষ্টির দাপ। কদিন ধরে ভারী বর্ষণের কারণে নাজেহাল অবস্থা ছিল সকলের। প্রবল বর্ষণে ভিজেছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। তেমনই কোথাও হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।
সূত্রের খবর, এবার ভোলবদল হতে চলেছে আবহাওয়ার। আগামী সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি।
পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের নয় জেলায় আছে হলুদ সতর্কতা।
উত্তর বঙ্গেও থাকবে একই চিত্র। সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং বাদে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আজ বৃহস্পতিবার মেঘলা আকার থাকবে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি। কালকের থেকে গরম বাড়তে পারে বলে অনুমান।
এদিকে বঙ্গোপসাগরে এখনও আছে নিম্নচাপ। এর কারণে শনিবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল।
উত্তর ও মধ্য বঙ্গে ঘন্টায় ৩৪ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী ৩১ অগস্ট পর্যন্ত উত্তাল পরিস্থিতি থাকবে। ফলে মৎসজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞা।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলোতেও। সেখানে হতে পারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
তবে, বৃষ্টির সম্ভাবনা আছে দুই দিনাজপুরে। সেখানে হতে পারে ভারী বৃষ্টিপাত। তবে, আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর।