কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। আর এই মাঘ মাসের মাঝামাঝি সময়ই বিদায় নিচ্ছে শীত।
গোটা দক্ষিণবঙ্গের এই মাঝ মাসেই শীতের দেখা নেই বললেই চলে। সরস্বতী পুজোর আগেই বিদায় নিচ্ছে শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্র খবর, আজ থেকেই রাজ্য জুড়ে আবার বাড়বে তাপমাত্রা।
এবছর সরস্বতী পুজোয় ঠান্ডার লেশমাত্র থাকে না। বুধবার থেকেই বাড়বে গরমের গ্রাফ।
মঙ্গলবার তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বেড়েছে। আর আজ তাপমাত্রা থাকবে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি।
আজ বুধবার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবান নেই। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া।
বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থাকবে ঘন কুয়াশা।
হালকা কুয়াশা থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
Sayanita Chakraborty