চলতি বছর গরমে জ্বলেপুড়ে খাক হয়ে যাবে বাংলা? উষ্ণতম বছর হতে চলেছে ২০২৫!

Published : Mar 05, 2025, 05:05 PM IST

রাতে সামান্য আরামদায়ক আবহাওয়া, দুপুরে গা চিড়বিড়ে গরম। বসন্তের খামখেয়ালিপনায় নাজেহাল সবাই। এর ওপর নাকি খেল দেখাবে গরম। আসছে সেই দিন! চলতি বছরে নাকি গরমে জ্বলেপুড়ে খাক হয়ে যাবে বাংলা!

PREV
110

এবারের মত শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ক্রমশ তাপমাত্রা বাড়বে।

210

মার্চ মাসের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

410

এদিকে, অনেক দিন আগেই আবহাওয়াবিদরা পরিবেশ সংক্রান্ত সতর্কবাণী দিয়েছিলেন।

510

বলা হচ্ছে ২০২৫ সাল শুরু হতে না হতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর এটাই এখন ধীরে ধীরে বাস্তবের রূপ ধারণ করতে চলেছে।

610

বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করেছে যে ২০২৪ সালের রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা চলতি বছর অব্যাহত থাকতে পারে।

710

উল্টে এই বছর গ্রিনহাউস গ্যাস এর মাত্রা আরও বৃদ্ধি পাবে (Hottest Year 2025), যা ভবিষ্যতে উষ্ণায়ন আরও বাড়িয়ে দেবে।

810

এটা স্পষ্ট যে গ্রীষ্মে প্রচণ্ড গরমের মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে। এমন তাপ বা গরম পড়বে যা মানুষের পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়বে।

910

একটি সতর্কতা জারি করা হয়েছিল যে ২০২৫ সালটি বিশ্বের তিনটি উষ্ণতম বছরের একটি হতে পারে। এর আগে, ২০২৩ এবং ২০২৪ ও অনেক বেশি গরম ছিল।

1010

WMO জানাচ্ছে যে ২০২৫ সালটি রেকর্ডে সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির নিরিখে সবচেয়ে উষ্ণতম বছর হল ২০২৪।

click me!

Recommended Stories