মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ ঘোষণা! ৯০% ডিএ মিটিয়ে ২.৫৭ গুণ বেতন বৃদ্ধি করা হবে! কবে মিলবে টাকা?

Published : Mar 04, 2025, 01:35 PM IST

গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এল দারুণ খুশির খবর!

PREV
111

সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

211

তবে গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।

411

৪% শতাংশ DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর!

511

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

611

আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাঁদের মন্তব্যে উঠে এসেছে।

711

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান।

811

তবে রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

911

মমতা বলেন, অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন। কুৎসায় কান দেবেন না। ২০১৯ সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল?

1011

মমতা আরও বলেন ২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। ৭৫ হাজার কোটির দেনা শোধ করে কিভাবে করছি?

1111

তিনি আরও বলেন ২০১৯ সালের ডিএসহ সরকারি কর্মচারীদের ২.৫৭ গুণ বেতন বেড়েছে। এবারের রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা ১৮% হারে ডিএ পান।

click me!

Recommended Stories