কেন কলকাতা থেকে বিদায় নিল শীত?
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এছাড়া ৩০ জানুয়ারি, শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। একই সঙ্গে দক্ষিণ পাঞ্জাবের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার অক্ষরেখা রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এই সব আবহাওয়াগত পরিবর্তনের জেরেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে।