কলকাতায় বাড়ি তৈরির খরচ কমলো, বাজেটেই সুখবর দিলেন মেয়র ফিরহাদ হাকিম

Published : Feb 20, 2025, 06:21 PM ISTUpdated : Feb 20, 2025, 07:26 PM IST
dana effect Pumps have been run to remove accumulated water in Kolkata  Firhad Hakim bsm

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। গতবারের তুলনায় ১১২ কোটি ঘাটতিকে ছাপিয়ে ১১৪.৭২ কোটি টাকায় পৌঁছে গেছে ঘাটতি। 

বাজেটেই সুখবর দিলেন কলকাতার মেয়ের ফিরহাদ হাকিম। এবার থেকে কলকাতায় কমছে বাড়ি তৈরির খরচ। বৃহস্পতিবার কলকাতা পুরসভার বাজেট পেশের সময় এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ২-৩ কাঠা জমির ওপর বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি ৫০ শতাংশ কমানো হল। বিল্ডিং স্যংশন ফি অর্ধেক হওয়ার খুশির খবর মধ্যবিত্তের মধ্যে।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট প্রস্তাব পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। গতবারের তুলনায় ১১২ কোটি ঘাটতিকে ছাপিয়ে ১১৪.৭২ কোটি টাকায় পৌঁছে গেছে ঘাটতি। যা প্রায় ২.২৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে সংশোধিত আয় ছিল ৪০০৮.৬৮ কোটি টাকা। পরের অর্থবর্ষে তুলনামূলকভাবে আয় বেড়ে দাঁড়ায় ৫৫২৪.৮৪ কোটি টাকা। একইভাবে গত অর্থবর্ষে ব্যয়ের পরিমণ ছিল ৩৬৫৭.১৪ কোটি টাকা, এবারের বজেটে সেই ব্যাায় ৫৬৩৯.৫৬ কোটি টাকা। কলকাতা পুরসভার বাজেটে কাউন্সলরদের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ বেড়ে ১৫-২০ লক্ষ টাকা করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে বোরো ফান্ডও। আগে তা ছিল ২৫ লক্ষ টাকা এখন তা বেড়ে হল ৩০ লক্ষ টাকা।

অন্যদিকে সম্পত্তি করের ক্ষেত্রে আয় বেড়েছে বলে বাজেটে দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। গতবারের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষের ৪ ডিসেম্বর পর্যন্ত সম্পত্তি কর তেকে সংগৃহীত আয়ের পরিমাণ ৯৪৪ কোটি টাকা। সেখনে ২০২৩-২৪ অর্থবর্ষে সম্পত্তি কর আদায়ের পরিমাণ ছিল ১২১০ কোটি টাকা। আর ২০২৫-২৬ অর্থবর্ষে সম্পত্তি কর সংগ্রহের পরিমাণ আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ১৫৮১.৩৩ কোটি টাকা। আসন্ন অর্থবর্ষে ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হল ৮০ কোটি টাকা। একইভাবে কার পার্কিং থেকে কোষাগারে কর আদায়ের লক্ষ্যমাত্রা ২১ কোটি টাকা রাখা হয়েছে। গতবারের বাজেটে কার পার্কিং থেকে কোষাগারে আয় হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা।

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয়। তারপরেই শোকপ্রস্তাব পেশ করেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। ১ মিনিটের নীরবতা পালন করা হয় সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে। মেয়রের প্রথম দিনের বাজেট প্রস্তাব পেশ করার পর আগামী মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন স্থগিত রাখার ঘোষণা করলেন চেয়ারপার্সন মালা রায়।

 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী