কেন 'নিয়ম ভেঙে' আরজি করের নির্যাতিতার দ্রুত ময়নাতদন্ত? পুলিশের ভূমিকায় আবারও প্রশ্ন

Published : Sep 10, 2024, 05:26 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জোর করে দ্রুততার সাথে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এমনকি, স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সন্ধ্যের পরে ময়নাতদন্ত করা হয়।

PREV
111
আরজি কর মেডিক্যাল কলেজের হত্যাকাণ্ড

আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে জল ঘোলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবার তাতে জুড়ল আরও একটি অভিযোগ।

211
বিস্ফোরক চিঠি

ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে একটি চিঠি। সেখানে বলা হয়েছে জোর করে পোর্টমর্টেম করানো হয়েছে।

311
সন্ধ্যের পরে ময়না তদন্ত

নিয়ম অনুযায়ী সন্ধের পরে আর ময়নাতদন্ত হওয়ারই কথা হয়। কিন্তু আরজি করের নির্যাতিতার ক্ষেত্রে ভাঙা হয়েছিল নিয়ম।

411
কিন্তু কেন?

কেন এই নিয়ম ভাঙা হল তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরিবারের দাবি পুলিশ জোর করেছিল। দেহ রাখতে চাইলেও তা রাখতে দেওয়া হয়নি। প্রশ্ন তাই জোর করে দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করা হয়েছিল।

511
সিবিআই-এর হাতে চিঠি

সূত্রের খবর তদন্তকারীদের হাতে এসেছে একটি নোট । তাতেই জল্পনা আরও বাড়ছে।

611
ময়নাতদন্ত দলের এক সদস্যের নোট

তিন সদস্যের একটি দল ময়নাতদন্ত করে। কিন্তু এক সদস্য রীনা দাস বিশেষ অনুমতির নোট লিখে দেন।

711
বিশেষ নোট

রীনা দাস বলেছিলেন বিকেল ৪টের পরে ময়না তদন্ত করাতে গেলে লাগবে বিশেষ অনুমতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি স্বাস্থ্য দফতরের পুরনো মেমোর উল্লেখও করোন। জানান, সেই অনুসারে বিকেল ৪ টের পর পোস্টমর্টেম করতে গেলে বিশেষ নির্দেশ লাগবে। তারপরই পুলিশ তড়িঘড়ি সেই বিশেষ অনুমতি জোগাড় করে।

811
পুলিশের ভূমিকা

তৎপর হয় পুলিশ। বিশেষ করে টালা থানার ওসি। আর জি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি ! তিনি লেখেন জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল চারটের পর ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হোক।

911
তড়িঘড়ি ময়না তদন্ত

তারপরই তড়িঘড়ি ময়না তদন্ত হয়। দ্রুত দাহ করা হয় আরজি করের নির্যাতিতার দেহ।

1011
ময়না তদন্ত নিয়ে প্রশ্ন

সোমবার সুপ্রিম কোর্টে ময়না তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। চালান ছাড়া কী করে ময়না তদন্ত হল তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি।

1111
কেন এত তৎপরতা

এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন আরজি করের নির্যাতিতার দেহ দ্রুত দাহ করতে এত তৎপর হল পুলিশ। যেখানে নির্যাতিতার বাবা ও মা দেহ রাখতে চেয়েছিলেন সেখান কেন আরও একটু অপেক্ষা করতে দিল বা পুলিশ।

click me!

Recommended Stories