গভীর হচ্ছে নিম্নচাপ, কবে থেকে টানা বৃষ্টি শুরু কলকাতা ও জেলায়? মিলল নয়া আপডেট
বঙ্গোপসাগরের কাছে ঘনীভূত হচ্ছে অতি গভীর নিম্নচাপ! যার জেরে বৃষ্টি শুরু হতে চলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে ।
উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়েছে। যে নিম্নচাপটি গত কয়েক ঘন্টা ধরে ঘন্টায় ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে।
গভীর এই নিম্নচাপের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের তরফ থেকে মেগা আপডেট দেওয়া হল।
পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ও দক্ষিণবঙ্গের(South Bengal) সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।
বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এই সমস্ত জায়গায় ।
মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি পশ্চিমের জেলা পশ্চিম মেদিনীপুরে। ১১ সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে ।
১২ তারিখে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৩ তারিখে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গেও(North Bengal) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ১১ তারিখে কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলা গুলিতে।
কলকাতা(Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক দিন ।
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনের ভিত্তিতে নির্দিষ্ট করে দেওয়া জেলাগুলির জন্য হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
নির্দিষ্ট করে দেওয়া জেলাগুলি বাদে বাকি জেলাগুলির জন্য বাড়তি কোন সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে।