কলকাতায় ভিড় এড়িয়ে ঠাকুর দেখা যাবে, বয়স্ক ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ পাস

Published : Sep 07, 2025, 06:37 PM IST
Durga Puja

সংক্ষিপ্ত

Durga Puja Pandal Hopping: প্রতি বছরই কলকাতায় দুর্গাপুজোর সময় সব ধরনের মানুষই প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে চান। এবার সে কথা মাথায় রেখেই বয়স্ক ব্যক্তি, গর্ভবতী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হচ্ছে।

DID YOU KNOW ?
জাঁকজমকের দুর্গাপুজো
গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, অনেক দুর্গাপুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে মহালয়ার আগেই। ফলে চার-পাঁচ দিনের বদলে অনেক বেশিদিন ধরে উৎসব চলছে।

Durga Puja 2025: বাঙালির কাছে দুর্গাপুজো শুধু একটি পুজো বা উৎসব নয়, বিশেষ আবেগ। এটি আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব। বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দুর্গাপুজো। তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে এই উৎসব। দুর্গোৎসবের সবচেয়ে ভালো দিক হল সকলে মিলে আনন্দ করা। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, আড্ডা মারা, খাওয়া-দাওয়া। তবে, গত কয়েক বছরে পুজোর জাঁকজমক এতটাই বেড়েছে যে বয়স্ক মানুষের পক্ষে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পক্ষে, গর্ভবতীদের পক্ষে এবং অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই উৎসবের ভিড়ে মিশে ঠাকুর দেখা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সে কথা মাথায় রেখেই এবার কলকাতায় এবার দুর্গাপুজোর সময় বয়স্ক ব্যক্তি, গর্ভবতী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেখানে ভিড় এড়িয়ে সেরা পুজো প্যান্ডেল দেখার সুযোগ মিলবে। এই বিশেষ ব্যবস্থা তাঁদের পুজো উপভোগ করার সুবিধা দেবে।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

প্রথম কারণই হলো ভিড় এড়ানো। দুর্গাপূজার সময় প্যান্ডেলগুলিতে প্রচুর ভিড় হয়। যা বয়স্কদের জন্য অস্বস্তিকর ও অনিরাপদ হতে পারে। বিশেষ পাসের মাধ্যমে নির্দিষ্ট সময়ে তাদের প্রবেশের সুবিধা দেওয়া হবে। এরপর বলা যায় নিরাপত্তা সংক্রান্ত ভাবনা। ভিড় এড়ানো গেলে বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এছাড়া প্যান্ডেলগুলিতে সহজেই প্রবেশ করা যাবে। এই ব্যবস্থা তাঁদের পুজো উপভোগ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করবে।

ভাবছেন কীভাবে এই সুযোগ গ্রহণ করবেন?

এই ধরনের পাসের ব্যবস্থা সাধারণত স্থানীয় দুর্গাপূজা কমিটিগুলি বা কলকাতা পৌরসংস্থা (KMC) করে থাকে। পুজোর আগে থেকেই এ বিষয়ে খোঁজখবর নিতে হবে। যেমন কোনও পুজো কমিটির ওয়েবসাইটে বা স্থানীয় প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি দেখতে হবে। প্রয়োজনীয় নথি, যেমন পরিচয়পত্র, সাথে রাখতে হতে পারে। এই উদ্যোগের ফলে বয়স্ক ব্যক্তিরা ভিড়ের চাপ ছাড়াই কলকাতার সেরা প্রতিমাগুলি দেখতে পারবেন, যা তাঁদের জন্য একটি স্বস্তিদায়ক অভিজ্ঞতা হবে। এই সুবিধা দেওয়ার জন্য MassArt, UNESCO-র সহযোগিতায় ২০২২ সাল থেকে শুরু করেছে এক নতুন উদ্যোগ বা প্রিভিউ শো। এই উদ্যোগের মাধ্যমে, যাঁরা ভিড়ের কারণে প্যান্ডেলে যেতে পারেন না, তাঁদের জন্য বিনামূল্যে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। এই পাস ব্যবহার করে দর্শনার্থীরা কলকাতার সবচেয়ে জনপ্রিয় ২৪টি মণ্ডপ ভোর ছটা থেকে চারটের মধ্যে ভিড় ছাড়াই ঘুরে দেখতে পারবেন। এই বছরের প্রিভিউ শো ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। MassArt-এর সম্পাদক ধ্রুবজ্যোতি বসু জানান, এই ধারণাটি একটি ব্যক্তিগত অনুরোধ থেকে এসেছে। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে অতিরিক্ত ভিড়ের কারণে আমি আমার মাকে নিয়ে প্যান্ডেলে ঘুরতে যেতে পারছিলাম না। তাই আমরা UNESCO-কে একটি ইমেল করে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধার অনুরোধ জানাই। UNESCO ইতিবাচক সাড়া দেয় এবং IIT খড়গপুরকে এই প্রিভিউ শোর জন্য নির্দেশিকা তৈরি করার দায়িত্ব দেয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০০
কলকাতার অনেক দুর্গাপুজোই শুরু হয়েছে শতাধিক বছর আগে।
কলকাতায় বারোয়ারি দুর্গাপুজো শতাধিক বছর ধরে চলছে। তবে গত কয়েক বছরে জাঁকজমক অনেক বেড়ে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা