- Home
- West Bengal
- Kolkata
- কলকাতা মেট্রোর কোন স্টেশনের কাছে কোন দুর্গা মণ্ডপ? ঠাকুর দেখার মেট্রোর রুটম্যাপ
কলকাতা মেট্রোর কোন স্টেশনের কাছে কোন দুর্গা মণ্ডপ? ঠাকুর দেখার মেট্রোর রুটম্যাপ
আজ ছবিতে দেখুন উত্তর কলকাতার কোন বিখ্যাত দুর্গা পুজো মণ্ডপে যেতে মেট্রোর কোন স্টেশনে নামবেন। সেন্ট্রাল মেট্রো থেকেই যাত্রা শুরু করলাম

দুর্গাপুজো
কলকাতার দুর্গাপুজো মানেই জনসমাগম তিলোত্তমার রাস্তায়। প্রচুর মানুষের ভড় হর্দম, ট্রাফিক জ্যাম। কিন্তু এরই মধ্যে কিছুটা স্বস্তিতে আর নিরিবিলিতে যদি ঠাকুর দেখতে চান তাহলে ভরসা করতে পারেন কলকাতা মেট্রোর ওপর। চলুন আজ ছবিতে দেখুন উত্তর কলকাতার কোন বিখ্যাত দুর্গা পুজো মণ্ডপে যেতে মেট্রোর কোন স্টেশনে নামবেন। সেন্ট্রাল মেট্রো থেকেই যাত্রা শুরু করলাম
সেন্ট্রাল মেট্রো ও মহাত্মা গান্ধী স্টেশন
বিখ্যাত পুজোগুলির মধ্য়ে একটি সন্তোষ মিত্র স্কোয়ার। এছাড়াও রয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার, লেবুতলা পার্ক। একটা হাঁটলেই পাবেন মহম্মদ আলি পার্কের ঠাকুর। চাইলে মহাত্মা গান্ধী স্টেশনেও নামতে পারেন। এই স্টেশনে নামলে দেখতে পাবেন কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্য়াথলেটিক ক্লাবের ঠাকুর।
গিরীশ পার্ক
এই মেট্রো স্টেশনের আশেপাশে রয়েছে, বিডন স্কোয়ার, ৩৭ পল্লি, বিবেবাকনন্দ স্পোটিং ক্লাব, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫ -এর পল্লি, চালতাবাগানের দুর্গাপুজো।
শোভাবাজার
উত্তর কলকাতার সেরা ঠাকুর দেখতে পাবেন এই মেট্রো স্টেশনে নামলে। শোভাবাজার মেট্রো স্টেশনের আশপাশে রয়েছে কুমোরটুকি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আহিরিটোলা সার্বজনীন, বেনিয়াটোলা সার্বজনীন। একটু হাঁটলেই দেখতে পাবেন নলিন সরপকার স্ট্রিট, গৌরিবাড়ি, তেলেঙ্গাবাগানের দুর্গা ঠাকুর। কাশীবোস লেন, হাতিবাগান নবীন পল্লিওর ঠাকুরও দেখা যাবে।
শ্যামবাজার
এই মেট্রো স্টেশন সংলগ্ন রয়েছে শ্যামস্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন , ফ্রেন্ডস ইউনিয়নের পুজো।
দমদম ও বেলগাছিয়া মেট্রো স্টেশন
বেলগাছিয়া স্টেশনের পার্শ্ববর্তীতে রয়েছে দমদম পার্ক, ভারত চক্র, টালা প্রত্যয়। দমদম মেট্রো স্টেশন সংলগ্ন হল দমদম পার্ক, দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সার্বজনীন।

