যাত্রীদের জন্য কবে থেকে খুলবে কবি সুভাষ স্টেশন? বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা মেট্রো রেলের

Published : Jul 31, 2025, 08:02 AM IST

Kolkata Metro Rail Update: সোমবার থেকে বন্ধ হয়ে গিয়েছে ব্লু লাইনে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা। যারফলে বিপাকে পড়েছেন বহু যাত্রীরা। কবে থেকে পুনরায় এই রুটে মিলবে পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
বন্ধ কবি সুভাষ মেট্রো

ব্লু লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে ফাটল দেখা দেওয়ায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা। ফলে এখন আপ ও ডাউন লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মিলছে পরিষেবা। ফলে অফিস টাইমে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। 

25
কবে থেকে ফের চালু হবে কবি সুভাষ স্টেশন?

কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা পুনরায় চালু হওয়া নিয়ে বুধবার রাতেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তাতে জানানো হয়েছে যে, আপাতত বন্ধ থাকছে এই রুটে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা। আগামী নয় মাসের মধ্যে পুনরায় এই রুটে চালু করা হবে মেট্রো পরিষেবা। 

35
যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ মেট্রোর

জানা গিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোরেলের তরফে। আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে ব্লু লাইনের এই স্টেশনে। এমনটাই খবর মেট্রোরেল সূত্রে। 

45
মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে বেসরকারিকরণের সিদ্ধান্ত?

এদিকে কলকাতা মেট্রোরেল নিয়ে এবার নতুন চিন্তাভাবনা মেট্রো কর্তৃপক্ষের। সূত্রের খবর, খুব শীঘ্রই বেসরকারিকরণ হয়ে যেতে পারে কলকাতা মেট্রোরেল। এরজন্য নাকি সিদ্ধান্তও নিয়ে ফেলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

55
বেসরকারিকরণ হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল

সূত্রের খবর, বেসরকারিকরণ হয়ে যেতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল। এই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা কবে থেকে সম্পূর্ণ রূপে মিলবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি মেট্রো ভবন। তবে এবার যে মেট্রোরেল বেসরকারি হাতে যাচ্ছে সেই বিষয়ে চূড়ান্ত আভাস পাওয়া গিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories