Kolkata Metro: নতুন মেট্রো জুড়ে দিল হাওড়া-শিয়ালদহ, কতক্ষণে পার করবেন এই পথ? রয়েছে কয়টি স্টেশন?

Published : Aug 20, 2025, 07:33 AM IST

নতুন মেট্রো রুট চালু হওয়ায় এবার হাওড়া থেকে সোজা এসপ্ল্যানেড ও শিয়ালদহ যাওয়া যাবে। বিমানবন্দর থেকেও মেট্রো চালু হচ্ছে, তবে আপাতত নোয়াপাড়া পর্যন্ত। শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়া-বিমানবন্দর ও রুবি-বেলেঘাটা রুট চালু হবে।

PREV
16

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিে চালু হচ্ছে নতুন মেট্রো। এবার হাওড়া থেকে মেট্রো চাুলে সোজা চলে যেতে পারবেন এসপ্ল্যানেড। কিংবা যেতে পারেন শিয়ালদহ। এবার শহরের দুই বৃহৎ রেল স্টেশন হাওড়া ও শিয়ালদহ-কে এক সূত্রে বেঁধে দিল এই নতুন মেট্রো রেল।

26

সরাসরি বিমানবন্দর মেট্রো স্টেশন ছেকে ইয়েলো ও অরেঞ্জ লাইন যুক্ত হচ্ছে। তবে, অরেঞ্জ লাইনে এখনও মেট্রো পরিষেবা যুক্ত হয়নি। ফলে, বিমানবন্দর থেকে মেট্রো চেপে যেতে হবে নোয়াপাড়া। সেখান থেকে মেট্রোতে আসতে পারেন এসপ্ল্যানেড। কিংবা যেতে পারেন কবি সুভাষ পর্যন্ত।

36

আগামী ২২ অগাস্ট তিনটি নতুন লাইন উদ্বোধন হবে। শিয়ালদহ- এসপ্ল্যানেড রুট (২.৪৫ কিমি), নোয়াপাড়া-জয় হিন্দ (কলকাতা বিমানবন্দ) রুট (৬.৭৭ কিমি) এবং হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা রুট (৪.৩৯ কিমি)। এবার এক জায়গায় টিকিট কাটলেই যেতে পারেন যেখানে খুশি।

46

শিয়ালদহ-এসপ্ল্যানেট রুট-

শিয়ালদহ-এসপ্ল্যানেট জুড়ে গেলে গ্রিন লাইনে জুড়বে ১২টি স্টেশন। হাওড়া থেকে সল্টলেক। এই পথে থাকবে হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেট সেক্টর ফাইভ। হাওড়া থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে ১২ মিনিট।

56

নোয়াপাড়া- বিমানবন্দর সেকশন

নোয়াপাড়া- বিমানবন্দর সেকশন হল ইয়েলো লাইন। এখানে পড়বে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোজ, জয় হিন্দ (বিমানবন্দর)

বিমানবন্দর-যশোর রোড: ৫ টাকা ভাড়া

বিমানবন্দর- দমদম ক্যান্টনমেন্ট : ১০ টাকা ভাড়া

বিমানবন্দর-নোয়াপাড়া: ২০ টাকা ভাড়া

বিমানবন্দর-চাঁদনিচক: ৪০ টাকা ভাড়া

বিমানবন্দর- কবি সুভাষ: ৪৫ টাকা ভাড়া

বিমানবন্দর- রুবি: ৬৫ টাকা ভাড়া

বিমানবন্দর- হাওড়া: ৬০ টাকা ভাড়া

বিমানবন্দর- সেক্টর ৫: ৭০ টাকা ভাড়া

66

রুবি-বেলেঘাটা সেকশন

অরেঞ্জ লাইন হল হেমন্ত মুখোপাধ্যায় (রুবি), ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক (বানতলা রোড), বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি), বেলেঘাটা স্টেশন। নতুন রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে রুবি বা বেলেঘাটা যেতে খরচ পড়বে ৭০ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories