জনগণের টাকায় কীভাবে দুর্গোপুজোয় অনুদান? হাইকোর্টে ফের দায়ের জনস্বার্থ মামলা

Published : Aug 18, 2025, 06:51 PM IST

Cal HC On Durga Puja: চলতি বছর দুর্গা পুজোয় লক্ষাধিক টাকা অনুদান নিয়ে ফের আদালতে গড়াল আরও একটি মামলা। কী দাবি জানিয়ে মামলা করলেন মামলাকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
দুর্গাপুজো নিয়ে ফের আদালতে মামলা

চলতি বছরের দুর্গাপুজো নিয়ে ফের আদালতে গড়াল মামলা। এই বছর দুর্গা পুজোয় প্রত্যেক ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর এই অনুদানের বিরোধিতা করে আবারও কলকাতা হাইকোর্টে দায়ের কর হল মামলা। দ্রুত শুনানির আবেদন করে সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

25
দুর্গাপুজোর অনুদানে আপত্তি!

জানা গিয়েছে, এর আগে দুর্গাপুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের বাসিন্দা জনৈক সৌরভ দত্ত। জনগণের টাকা কীভাবে সরকার ক্লাবগুলোকে পুজোর অনুদান হিসেবে দিতে পারে, সেই প্রশ্ন তোলেন তিনি। সেই মামলাতে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেও মামলা এখনো বিচারাধীন রয়েছে। একই বিষয়ে ফের সোমবার দায়ের হওয়া নতুন এই মামলাটির শুনানি একসঙ্গে হতে পারে বলে জানা গিয়েছে। 

35
এর আগেও মামলা করেছিলেন সৌরভ দত্ত

সৌরভ দত্ত নামের দুর্গাপুরের বাসিন্দা ওই ব্যক্তি গত ৪ অগাস্ট কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। মামলাকারীর দাবি ছিল যে, সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে? সেই নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন ওই ব্যক্তি। যদিও এর আগে ২০১৯ সালেও মামলা করেছিলেন তিনি। সেই সময়ও তার মামলা রাজ্যের কাছে ধোপে টেকেনি।

45
সরকারি টাকায় অনুদান নিয়ে প্রশ্ন

গত বছরও সৌরভ দত্তই মামলা করেছিলেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয় আদালতে। কবে শুনানি হবে, তা এখনও জানা যায়নি। ২০২৪-এর আগেও এই সংক্রান্ত মামলা হয়েছে। ২০২২-এ শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তবে অনুদান দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। এদিকে গত বছর ৩৬৫ কোটি টাকা খরচ হয়েছিল এই অনুদান খাতে, এবার প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে। সেই টাকা নিয়েই উঠেছে প্রশ্ন।

55
দুর্গাপুজোর অনুদান ইস্যুতে প্রশ্নের মুখে রাজ্যসরকার

গত ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে পুজো কমিটিদের সঙ্গে বৈঠক করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। যা একলাফে বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০০ শতাংশ। রাজ্যে যেখানে বেহাল অবস্থা রাস্তার। কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে বলে কোনও কাজ করতে পারছে না রাজ্য সরকার। প্রতিদিনই এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে পুজোর সময় ক্লাবগুলিকে কী করে এতটাকা অনুদান দিতে পারে রাজ্য? খুব স্বাভাবিক ভাবেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Read more Photos on
click me!

Recommended Stories