- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: এই দিন থেকেই চালু হচ্ছে শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো! মিলল দুর্দান্ত খবর
Kolkata Metro: এই দিন থেকেই চালু হচ্ছে শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো! মিলল দুর্দান্ত খবর
জানা গেল বড় খবর। এই দিন থেকেই নাকি পথ চলা শুরু করবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো। আর দিন সাতেকের অপেক্ষা। তারপরেই শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠবে এই রুট। কবে থেকে তাহলে চালু হচ্ছে শিয়ালদা এসপ্ল্যানেড মেট্রো? দেখে নিন তারিখ।

শহর ছাড়িয়ে শহরতলিতে পৌঁছে গিয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নেটওয়ার্ক। শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে কলকাতা মেট্রো। শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। বর্তমানে শহর কলকাতায় যে কটি মেট্রো করিডোরে কাজ চলছে তারমধ্যে অন্যতম এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো।
শহর ছাড়িয়ে শহরতলিতে পৌঁছে গিয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নেটওয়ার্ক। শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে কলকাতা মেট্রো। শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। বর্তমানে শহর কলকাতায় যে কটি মেট্রো করিডোরে কাজ চলছে তারমধ্যে অন্যতম এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো।
কিন্তু মাঝের বউবাজার অংশে কাজ করার সময় একাধিকবার সমস্যার মুখে করতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে ফলে বারবার কাজ হয়েও পিছিয়ে আসতে হয়েছে সকলকে। তবে আর চিন্তা নেই কারণ এই বউবাজারের সমস্যা মিটে গিয়েছে, ফলে শিয়ালদা এসপ্ল্যানেড মেট্রো চালানোর পক্ষে আর কোনো রকম বাধা নেই মেট্রোর কাছে বলে খবর।
বউবাজারের উপর দিয়ে মেট্রো চালানোর ক্ষেত্রে যে এখন আর কোনো রকম সমস্যা হবে না সে ক্ষেত্রে সবুজ পতাকা দেখিয়ে দিয়েছেন রেলওয়ে সেফটি কমিশনার। সুখের খবর এর আগে কাজ করার সময়, বউ বাজারে অংশে বারবার জল বেরিয়ে এসেছে। ফলে এই জায়গায় মেট্রোর কাজ করা বেশ অনেকটাই চ্যালেঞ্জিং ছিল কর্তৃপক্ষের কাছে। যে কারণে ওই অংশকে সুরক্ষিত করবার জন্য কংক্রিট টানেলের ভিতরে লোহার পাত বসানো হয়েছে।
শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে ব্যাপকভাবে লাভবান হবেন সাধারণ মানুষ। এই মেট্রো পরিষেবা শুরু হবার ফলে এবার হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবেন সকলে।
এখানে জানিয়ে রাখি, ১১ অগাস্ট থেকে ৩ রুটে এগিয়ে এসেছে প্রথম মেট্রোর সময়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে এবার থেকে প্রথম মেট্রো মিলবে ৭টার বদলে সাড়ে ৬টায়। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর-ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ওয়ানে ২০ মিনিট এগিয়ে আসবে প্রথম মেট্রোর সময়।
উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, আগামী ২২ আগস্ট শিয়ালদা- এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরই পুরোদমে পরিষেবা শুরু হয়ে যাবে বলেই আশাবাদী অনেকেই!

