Kolkata Metro: বছর শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর! অফিস টাইমে বাড়ছে মেট্রোর সংখ্যা

Published : Jan 11, 2025, 09:11 PM IST

বছর শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সকালে আর বিকেলে পাওয়া যাবে বাড়তি মেট্রো। 

PREV
110
মেট্রো যাত্রীদের জন্য সুখবর

নতুন বছরের প্রথমেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবারও মাট্রে মেট্রোর সংখ্যা।

210
মেট্রোর নয়া বিজ্ঞপ্তি

শনিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানান হয়েছে ১৩ জানুয়ারি থেকে চালু হবে বাড়তি মেট্রো।

310
অফিস যাত্রীদের সুবিধে

মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর অফিস যাত্রীদের সুবিধের জন্য সকালে ও বিতেলে বাড়তি মেট্রো চালানোর পরিকল্পনা করেছে।

410
বাড়তি মেট্রো

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে ও বিকেলে অফিস টাইমে বাড়তি ১৪টি মেট্রো চালান হবে।

510
অপরিবর্তিত এই সময়ের মেট্রো

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শুরু ও শেষে মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।

610
বাড়তি মেট্রোর সময়

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টা থেকে বেলা ১১টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ব্যস্ত সময় নোয়াপাড়া ও কবি সুভাসের মধ্যে সাত জোড়া বাড়তি মেট্রো চলবে।

710
পরিষেবা ৬ মিনিট অন্তর

এই সময় আপ ও ডাউনে মাত্র ৬ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

810
পরীক্ষামূলক পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত ১৩ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি পরিষেবা শুরু করা হচ্ছে। প্রয়োজন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

910
বছর শেষে মেট্রো পরিষেবা

২০২৪ সালের শেষদিকে মেট্রোর সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। সেই সময় ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা দেওয়া হয়েছিল। কিন্তু তাতে মেট্রোতে প্রবল ভিড় হচ্ছিল।

1010
খুশি যাত্রীরা

কলকাতা মেট্রোর নতুন সিদ্ধান্ত খুশির হাওয়া মেট্রো যাত্রীদের মধ্যে। তাদের মতে সোমবার থেকে কিছুটা হলেও কমবে মেট্রোর ভিড়।

click me!

Recommended Stories