নতুন বছরের প্রথমেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবারও মাট্রে মেট্রোর সংখ্যা।
মেট্রোর নয়া বিজ্ঞপ্তি
শনিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানান হয়েছে ১৩ জানুয়ারি থেকে চালু হবে বাড়তি মেট্রো।
অফিস যাত্রীদের সুবিধে
মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর অফিস যাত্রীদের সুবিধের জন্য সকালে ও বিতেলে বাড়তি মেট্রো চালানোর পরিকল্পনা করেছে।
বাড়তি মেট্রো
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে ও বিকেলে অফিস টাইমে বাড়তি ১৪টি মেট্রো চালান হবে।
অপরিবর্তিত এই সময়ের মেট্রো
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শুরু ও শেষে মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
বাড়তি মেট্রোর সময়
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টা থেকে বেলা ১১টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ব্যস্ত সময় নোয়াপাড়া ও কবি সুভাসের মধ্যে সাত জোড়া বাড়তি মেট্রো চলবে।
পরিষেবা ৬ মিনিট অন্তর
এই সময় আপ ও ডাউনে মাত্র ৬ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
পরীক্ষামূলক পরিষেবা
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত ১৩ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি পরিষেবা শুরু করা হচ্ছে। প্রয়োজন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বছর শেষে মেট্রো পরিষেবা
২০২৪ সালের শেষদিকে মেট্রোর সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। সেই সময় ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা দেওয়া হয়েছিল। কিন্তু তাতে মেট্রোতে প্রবল ভিড় হচ্ছিল।
খুশি যাত্রীরা
কলকাতা মেট্রোর নতুন সিদ্ধান্ত খুশির হাওয়া মেট্রো যাত্রীদের মধ্যে। তাদের মতে সোমবার থেকে কিছুটা হলেও কমবে মেট্রোর ভিড়।