কনকনে ঠান্ডায় বৃষ্টির পূর্বাভাস, মকর সংক্রান্তির আগে বিরাট ভোলবদল আবহাওয়ার, ভাসবে কি কলকাতা?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট বজায় রয়েছে। মকর সংক্রান্তির আগে আবহাওয়ার পরিবর্তন হবে এবং দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sayanita Chakraborty | Published : Jan 10, 2025 11:17 PM
19

শীতের ঠান্ডা আবেজ বেশ উপভোগ করছেন সকলে। উত্তুরে হাওয়ায় কাবু রাজ্যবাসী।

29

শীতের দাপট ক্রমে বাড়ছে দক্ষিণের জেলগুলোতে। মাঝে মধ্যে যদিও তাপমাত্রা ওঠা নামা করছে। তাতেও বজায় আছে শীতের আমেজ।

39

এবার কনকনে ঠান্ডায় মিলল বৃষ্টির পূর্বাভাস। জানা যাচ্ছে, মকর সংক্রান্তির আগে বিরাট ভোলবদল হবে আবহাওয়ার।

49

হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৫ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবা ও নিদিয়ায় বিরাজ করবে শুষ্ক আবহাওয়া।

59

কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। তবে শীত যথেষ্ট উপভোগ করবেন রাজ্যবাসী।

69

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনজপুরে সকালের দিকে যথেষ্ট কুয়াশা থাকবে। উত্তরবঙ্গ থাকবে শুষ্ক।

79

দার্জিলিং ও কালিম্পং -এ হতে পারে হালকা বৃষ্টি। দার্জিলিং-এ এর মধ্যে তুষারপাতও হতে পারে।

89

সব মিলিয়ে মকর সংক্রান্তির আগে ভোল বদল হবে আবহাওয়ার। কলকাতায় সামান্য বাড়তে পারে পারদ।

99

তেমনই দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে বৃষ্টি। সর্বত্র ঠান্ডা বজায় থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos