Kolkata Metro Rail News: যাত্রীদের জন্য ফের একগুচ্ছ অভিনব পদক্ষেপ মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের। গরমের দিনে যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে নতুন পরিষেবা শুরু মেট্রো রেলের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।
শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছতে প্রতিদিন মেট্রোতে সফর করেন কয়েক লাখ যাত্রী। আর এবার এই সকল যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোযণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ।
210
মেট্রেযাত্রীদের জন্য উন্নত পরিষেবা
অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোয় যাতায়াত করেন কয়েক লাখ মানুষ। তাঁদের পরিষেবা দিতে মেট্রো স্টেশনে চালু হচ্ছে আরও আধুনিক সুযোগ সুবিধা।
310
মেট্রোয় নতুন আধুনিক পরিষেবা
মেট্রোয় যাত্রীদের আরও উন্নত পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দিতে নতুন পদক্ষেপ করল কলকাতা মেট্রো। শুক্রবার থেকে শহরে মেট্রোর দুই লাইনে চালু হল নতুন পরিষেবা। যার সুবিধা নিতে পারবেন যাত্রীরা।
এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার থেকে হাওড়া অর্থাৎ সবুজ লাইন ও এসপ্ল্যানেডে অর্থাৎ নীল লাইন মেট্রো স্টেশনে চালু করা হল ডিজিটাল লকার, রিলাক্সেশন চেয়ার-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা।
510
মেট্রো স্টেশনে মিলবে ডিজিটাল লকার
জানা গিয়েছে, এবার থেকে মেট্রো স্টেশনে মিলবে ডিজিটাল লকার। ফলে অতিরিক্ত কোনও জিনিসপত্র গন্তব্যে নিয়ে যেতে যাত্রীদের সমস্যা হলে যাত্রীরা এই ডিজিটাল লকারে তাদের জিনিসপত্র রেখে যেতে পারবেন।
610
কম খরচে মিলবে রিলাক্সেশন চেয়ার
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শুধুমাত্র ডিজিটাল লকারই নয়, এবার থেকে মেট্রো স্টেশনে মিলবে রিলাক্সেশন চেয়ার। যারফলে যাত্রীরা এই গরমে কাজ করতে করতে হাঁঁফিয়ে গেলে মেট্রো স্টেশনে এসে রিলাক্সেশন চেয়ারে বসে রিলাক্স করতে পারবেন।
710
ফুট মাসাজিং, বডি মাসাজিং পরিষেবা
তবে এই প্রথম নয়, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক পরিষেবা চালু রয়েছে। যেমন-ফুট মাসাজিং, বডি মাসাজিং, ফুড কর্নারের মতো একাধিক পরিষেবা। আর এবার মেট্রো স্টেশনে মিলবে আরও সুযোগ সুবিধা।
810
দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর
মেট্রোরেল সূত্রে খবর, এই ধরনের পরিষেবা চালুর ফলে অফিসে বা বাড়ির বাইরে কাজে বেরিয়ে দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করতে পারবেন যাত্রীরা। তাও যৎসামান্য খরচে।
910
নয়া পরিষেবার উদ্বোধন
শুক্রবার মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি এসপ্ল্য়ানেড ও হাওড়া স্টেশন থেকে এই পরিষেবার উদ্বোধন করেন। ফলে শুক্রবার থেকেই যাত্রীরা এই আধুনিক পরিষেবার সুবিধা ভোগ করতে পারবেন।
1010
নিরাপদে থাকবে যাত্রী সামগ্রী
মেট্রোরেল সূত্রে আরও জানা গিয়েছে, এই পরিষেবার উদ্বোধনের ফলে যাত্রীদের জিনিসপত্র আরও নিরাপদে থাকবে। ফলে কোনওরকম চিন্তা ছাড়াই মেট্রোয় সফর করতে পারবেন যাত্রীরা।