Metro Rail: কাল থেকেই মেট্রো যাত্রীদের দুর্ভোগ শুরু? কমছে মেট্রো ট্রিপের সংখ্যা
সপ্তাহের প্রথমেই যাত্রীদের সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ সোমবার থেকে কলকাতা মেট্রোর কমছে মেট্রো ট্রিপের সমস্যা। অথচ কয়েক দিন আগেই সাত মিনিট অন্তর মেট্রো চালানোর কথা শোনা যাচ্ছিল।
Saborni Mitra | Published : Dec 22, 2024 3:51 AM IST / Updated: Dec 22 2024, 11:23 AM IST
কলকাতা মেট্রো
দেশের মধ্যে সবথেকে প্রাচিন মেট্রো রেল হল কলকাতা মেট্রো। সম্প্রতি মেট্রো রেলের একাধিক রুট চালু হওয়ার পথে। কিন্তু কলকাতা মেট্রোর ট্রিপের সংখ্যা কমাচ্ছে বলে সূত্রের খবর।
১৪ মিনিট অন্তর মেট্রো!
সূত্রের খবর সাতের বদলে সোমবার থেকে ১৪ মিনিট অন্তর চলবে মেট্রো। যাতে সপ্তাহের প্রথম দিনই হয়রানিয়ের শিকার হতে পারেন নিত্যযাত্রীরা।
৪০টি মেট্রো কম
সূত্রের খবর সোমবার থেকে আপ ও ডাউন সব মিলিয়ে ৪০টি করে মেট্রো কম চলবে।
সূচিতে পরিবর্তন
সকাল থেকে রাত পর্যন্ত ৮.১০. ১১. ১৪ মিনিট অন্তর মেট্রো চালানো হবে এমনটাই দেখা যাচ্ছে সুচীতে। দুই প্রাপ্ত থেকেই মেট্রো কম চালান হবে।
২৮৮ ট্রিপ
সূত্রে খবর, এতদিন সোম থেকে শুক্র এতদিন আপ-ডাউন মিলিয়ে রোজ ২৮৮ ট্রিপ করে মেট্রো চলত
সোমবার থেকে চলবে...
আগামিকাল, অর্থাৎ সোমবার থেকে তা কমে ২৪৮টি হয়ে যাচ্ছে। এর ফলে মেট্রোর অনেক টাকা সাশ্রয় হবে। ৪০টি মেট্রো কমানো হচ্ছে।
মেট্রো কমানোর কারণ
প্রয়োজনের তুলনায় মোটরম্যান কম মেট্রোয়। তার উপর অন্যান্য মেট্রোর লাইনগুলো চালুর পথে। ফলে সেখানে মোটরম্যানের প্রয়োজন। সবদিক বিচার করেই তাই মেট্রোর ট্রিপ কমাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
সকালে ১৪ মিনিটের ব্যবধান
মেট্রোর সূচি অনুযায়ী সকালে প্রথম দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকছে ১৪ মিনিট। পরের কমে হচ্ছে ১০ মিনিট।
মেট্রো রেলের বক্তব্য
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক রাকেশ কুমার বলেন, এটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। প্রয়োজনে দুটি মেট্রোর মধ্যে ব্যবধান আরও কমান হবে।
রাতে ব্যবধান বাড়বে
মেট্রো সূত্রের খবর সকালের মতই রাতের দিকে মেট্রো চলাচলে ব্যবধান বাড়ান হবে। তবে অফিস টাইমে সাত মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।