লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর বয়সে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা পাবেন। রাজ্য সরকার বার্ধক্য ভাতার আওতায় আসা মহিলাদের আয়ের উর্ধ্বসীমা তুলে দিচ্ছে, যা কয়েক লক্ষ মহিলাকে উপকৃত করবে।
৬০ বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতা পেতে শুরু করেন। তার জন্য আলাদা করে আবেদন করতে হয় না।
210
অর্থাৎ ৬০-এ পা দিলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের অ্যাকাউন্টে ঢোকে ১ হাজার করে বার্ধক্য ভাতা। এই সকল মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে মমতা সরকার।
310
এবার যারা বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের আয়ের উর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মহিলা।
410
রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়।
510
বর্তমান নিয়ম অনুসারে, উপভোক্তাদের প্রতি মাসের আয় এক হাজার টাকার নীচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। এবার উঠে যাচ্ছে এই নিয়ম।
610
লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পতে শুরু করবেন বা মাইগ্রেট করবেন, তাদের জন্য মাসে এক হাজার টাকা আয়ের উর্ধ্বসীমা আর রাখা হবে না।
710
একই নিয়ম খাটবে তফসিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পের। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর বয়স হয়ে গেলে পাবেন ওল্ড এজ পেনশন।
810
এই মর্মে খসড়া তৈরি হয়ে গিয়েছে। আপাতত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা।
910
সেখানে শিলমোহর পড়লেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন।
1010
মন্ত্রিসভার ছাড়পত্র মিললে তফসিলি মহিলাদের ক্ষেত্রেও এই নিয়ম জারি হবে।