ফের যাত্রীদের জন্য দারুণ খবর। চলতি বছরে উদ্বোধন হয়েছে মেট্রোর নয়া রুট। এবার আরও সম্প্রসারণ হতে চলেছে মেট্রো। সামনে এল এমনই খবর। ৪১ বছর পরে ২০২৫-র নভেম্বরে কলকাতা মেট্রো বিস্তার হয়েছে ৭২ কিমি। আর পরের এক বছর অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বররের মধ্যে লাইফলাইনের দৈর্ঘ্য আরও অন্তত ১৯ কিমি বেড়ে হবে ৯১ কিমি। শুধু তাই নয়, কয়েক বছরের মধ্যে মেট্রো পথের বিস্তার ১৩০ কিমি হতে চলেছে।