সংক্ষিপ্ত

Kolkata: কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইডেন গার্ডেন্সে। এখানে যাতায়াত করা সহজ। আশেপাশে সবসময়ই বহু মানুষের ভিড় থাকে। এই কারণে আইপিএল চলাকালীন সতর্ক কলকাতা পুলিশ।

Kolkata Knight Riders: আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঘরের মাঠ ইডেন গার্ডেন্স (Eden Gardens)। এবারের আইপিএল-এও ইডেনেই হোম ম্যাচ খেলছে কেকেআর (KKR)। ইডেনের গ্যালারিতে এখন আর আগের মতো এক লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন না। ইডেনের গ্যালারিতে আসন সংখ্যা কমিয়ে ৬৫,০০০ করা হয়েছে। তবে তা সত্ত্বেও কলকাতা পুলিশের (Kolkata Police) চিন্তা কমছে না। কারণ, এত দর্শক সামলানো মোটেই সহজ ব্যাপার নয়। শনিবার ইডেনে সাধারণ দর্শকদের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিও থাকবেন। সবারই নিরাপত্তার প্রশ্ন রয়েছে। কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করে ইডেনের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। ট্র্যাফিক বিভাগও সতর্ক। ইডেন গার্ডেন্সে যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ

শনিবার আইপিএল ২০২৫-এর উদ্বোধন। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। শুধু এই ম্যাচই নয়, ইডেনে আরও ম্যাচ খেলবে কেকেআর। প্রতিটি ম্যাচের দিনই কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে ট্র্যাফিক পুলিশ। ইডেনের চারপাশের রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এক বিবৃতিতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কয়েকটি রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। কয়েকটি রাস্তায় শুধু মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। শনিবার-সহ এবারের আইপিএল-এ ইডেনে কেকেআর-এর ম্যাচের দিনগুলিতে অনেক রাস্তায় পার্কিংয়ের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

শনিবার কোন রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ?

কলকাতা পুলিশ জানিয়েছে, ইডেনে কেকেআর-এর ম্যাচের দিন গড়ের মাঠের আশেপাশে সব রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সন্ধেবেলা ম্যাচ থাকলে সংশ্লিষ্ট রাস্তাগুলিতে বিকেল চারটে থেকে রাত একটা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বিকেলে ম্যাচ থাকলে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ডিএল খান রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইনস্‌ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। সন্ধেবেলা ম্যাচ থাকলে বিকেল চারটে থেকে রাত একটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি। বিকেলে ম্যাচ থাকলে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই রাস্তাগুলি বন্ধ থাকবে। গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বোস রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরুনানক সরণি এবং ডাফরিন রোডে ম্যাচ চলাকালীন পার্কিং নিষিদ্ধ।

কোন বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত?

কলকাতা পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার দিক থেকে বিবাদী বাগের দিকে আসা গাড়িগুলিকে আরআর অ্যাভিনিউ বা জওহরলাল নেহেরু রোড-বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর ও পূর্ব কলকাতার গাড়িগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এসএন ব্যানার্জি রোড দিয়ে আরআর অ্যাভিনিউ এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট দিয়ে গাড়ি ঘোরানো হবে। দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড ক্রসিং এবং মেয়ো রোড ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।