
Kolkata News: কলকাতায় আবারও খুন। এবার খোদ পার্কস্ট্রিটে। শুক্রবার, পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার করা হল এক যুবকের পচাগলা মৃতদেহ (kolkata news today in bengali)। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘরে বক্স খাটের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে সেই দেহটি (murder news today)।
তবে কীভাবে মৃত্যু হল সেই যুবকের? তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট চলে এলেই, মৃত্যুর কারণ আরও ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, এখনও সেই যুবকের নাম এবং পরিচয় জানা যায়নি। গত ২২ অক্টোবর, তিনি চেক ইন করেন এই হোটেলে। তবে হোটেল সূত্রে জানা যাচ্ছে, তিনি একা নন! তাঁর সঙ্গে আরও অনেকেই ওঠেন এই হোটেলে। কিন্তু সেই যুবকের নামে হোটেলে চেক ইন করা হয়নি।
তাঁর সঙ্গীরা রুম ছেড়ে চলে যাওয়ার পর, একদিন পেরিয়ে গেছে। তারপরেও সেই যুবককে দেখা যায়নি। তাছাড়া সেই রুমটি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে, হোটেলের কর্মীরা দরজা খুলতে গিয়েই পচা গন্ধ পান। এরপর বক্স খাট খুলতেই পাওয়া যায় সেই দেহ।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তারপর পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যেদিন হোটেলের রুম ভাড়া নেওয়া হয়, সেইদিনই এই যুবককে খুন করা হয়। তবে আদৌ খুন কি না, তা আরও স্পষ্টভাবে বোঝা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে।
সেইসঙ্গে, যুবকের পরিচয়ও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুক্রবার, পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার করা হল এক যুবকের পচাগলা মৃতদেহ। জানা গেছে, রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘরে বক্স খাটের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে সেই দেহটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।