বড়দিনের আগেই বিপত্তি, মাঝরাতে আগুন লেগে ভস্মীভূত শহরের একটি বেকারি

বড়দিনের মুখে বেকারিতে আগুন লাগায় বড়সর ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে সেবিষয় এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর গতকাল রাত তিনটে নাগাদ আগুন লাগে ওই বেকারিতে।

বড়দিনের আগেই বিপত্তি। মাঝরাতে আগুন লেগে ভস্মীভূত হত শহরের একটি একটি বেকারি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কলকাতার চারু মার্কেট সংলগ্ন এলাকার একটি বন্ধ বেকারিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বড়দিনের মুখে বেকারিতে আগুন লাগায় বড়সর ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে সেবিষয় এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর গতকাল রাত তিনটে নাগাদ আগুন লাগে ওই বেকারিতে। ঘটনা স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বন্ধ বেকারিতে কীভাবে আগুন লাগল সেবিষয় খতিয়ে দেখা হচ্ছে।

২৪ ডিসেম্বর রাত ৩টে নাগাদ আচমকাই কলকাতা চারু মার্কেটের একটি বন্ধ বেকারিতে আগুন লেগে যায়। এলাকায় কাছাকাছিই আরও বেশ কিছু গুদাম ও বেকারি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই প্রথম নয়, এর আগেও চলতি বছরের মার্চ মাসে শহরের আরও একটি গুদামে ভয়াভহ আগুন লাগে। উল্লেখ্য কলকাতা কলকাতা পুলিশ ও দমকল বিভাগের ফায়ার সেফটি অডিটের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে শহরের প্রায় ৬০০-এর বেশি গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। নিয়ম না মেনেই জনবসতিপূর্ণ এলাকাতেই চলছে গোডাউন কারখানার কাজ। নেই বৈধ কাগজও। এই রিপোর্ট পাওয়ার পর শুক্রবার বৈঠকেও বসে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সিইএসসি এবং দমকল বিভাগ।

Latest Videos

আরও পড়ুন - 

১০জন যাত্রী-সহ উল্টে গেল ভ্যান, মৃত আটজন সবরীমালা তীর্থযাত্রী, গুরুতরভাবে আহত ২

বড়দিনের আগেই ফের বাড়ল তাপমাত্রার পারদ, বছর শেষে কি দেখা মিলবে শীতের?

‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে’, কলকাতায় বসেই মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা লুঠছে জামতাড়া ‘গ্যাং’

 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News