বড়দিনের আগেই ফের বাড়ল তাপমাত্রার পারদ, বছর শেষে কি দেখা মিলবে শীতের?

বড়দিনে এবার আলমারিতেই থাকবে সোয়েটার, টুপি, মাফলার।  বছর শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন বছরে কি পুরোপুরি ভাবে শীতের আমেজ পাবে বাঙালি?

আর একদিন পরেই বড়দিন। ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা শহর। কিন্তু বছর শেষ হতে চললেও দেখা নেই শীতের। সকাল দিকে ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিমের শীতল বাতাল। ফলে এবছর ক্রিসমাস কার্যত গরমেই কাটবে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করবে বলেও জানিয়েছে আলিপুর। যার ফলে সকাল দিকে কুয়াশার প্রভাব থাকবে রাজ্যজুড়ে। গত কয়েকদিন কনকনে শীতে শহরবাসীর ঘুম ভাঙলেও ২৩ তারিখ থেকেই ফের ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। গতকালের তুলনায় দু'ডিগ্রি বেড়ে আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এক্ষুণি রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আগামী তিন দিনও ঊর্ধ্বমূখীই থাকবে তাপমাত্রার পারদ। ২৫ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ২৭ তারিখে তা আরও এক ডিগ্রি বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যাওয়ার সম্ভাবনা। ফলে বড়দিনে এবার আলমারিতেই থাকবে সোয়েটার, টুপি, মাফলার। ২৮ ডিসেম্বর থেকে ফের পারদ পতনের সম্ভাবনা বঙ্গে। বছর শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন বছরে কি পুরোপুরি ভাবে শীতের আমেজ পাবে বাঙালি?

Latest Videos

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। ২৩ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই শীতের প্রভাব ছিল। গত দুদিনই নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারদ। উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে দুই বঙ্গেই শীতের প্রভাব বজায় থাকবে। ২৪ তারিখ থেকে আবার ধীরে ধীরে বাড়ল তাপমাত্রা। দুই দিনাজপুর ও মালদায় আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। মালদা-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহতে কনকনে শীতে শহরবাসীর ঘুম ভাঙলেও শীতের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বড়দিনেও বিশেষ ঠান্ডা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গত দু'দিন ধরে রাজ্যে শীতের দাপট বেশ ভালোভাবে থাকলেও কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর জেরে রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। ফলে বড় দিনেও সোয়েটারের বিশেষ প্রয়োজন পড়বে না শহরবাসীর।

আরও পড়ুন - 

Sikkim Accident: সেনা ট্রাক খাদে পড়ে ১৬ জওয়ান শহিদ, বাংলায় আজ মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন

গত পাঁচ বছরে ২৬১৩টি বিমান দুর্ঘটনা, শীর্ষে ইন্ডিগো ও স্পাইসজেট-সংসদে জানাল সরকার

ভারতে এবার বিএফ.৭ আতঙ্ক, করোনা পরীক্ষা না করে ঢোকা যাবে না তাজমহলে

Share this article
click me!

Latest Videos

ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
Suvendu Adhikari: 'লটারি কেলেঙ্কারিতে ভাইপো সরাসরি যুক্ত' সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি