চলন্ত ট্রেনে চুলোচুলি যাত্রীদের! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা, দেখে নিন সেই ভিডিও

সংক্ষিপ্ত

ভিডিওটি ১১ জুলাই শেয়ার করা হয়েছিল। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

চলন্ত ট্রেনেই হাতাহাতি! চলছে ঘুষি, চর এমনকী চুলোচুলিও। এমই দৃশ্য দেখা গেল কলকাতার লোকাল ট্রেনে। ট্রেনের কামড়ায় মহিলা যাত্রীদের ঝগড়া হাতাহাতির ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আয়ুশি নামক জনৈক এক ব্যাক্তি টুইটারে এমনই এক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লোকাল ট্রেনের মধ্যেই দারুণ ঝগড়া শুরু করেছেন কয়েকজন মহিলা যাত্রী। বচসা ক্রমশ গড়াতে থাকে হাতাহাতির দিকে। এমনকী শেষ পর্যন্ত মারধর পর্যন্ত পৌঁছয় পরিস্থিতি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিল, চর, ঘুষি চুলোচুলি এমনকী জুতো দিয়েও একে অপরকে আক্রমণ করছেন তাঁরা। ভিডিও দেখে অবাক নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'কলকাতা লোকাল'।

 

Latest Videos

 

ভিডিওটি ১১ জুলাই শেয়ার করা হয়েছিল। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এখন পর্যন্ত এটি টুইটারে প্রায় ৬০০০ বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটিতে বিপুল প্রতিক্রিয়া দিয়েছে। কেউ রসিকতা করে লিখেছেন,'ট্রেনের ভিতরে বিনামূল্যে WWE।' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'রসোগোল্লাকে রসগুল্লা বলতে ভুল করবেন না।' অপর একজন লিখেছেন, 'ক্লিনিক প্লাসের নতুন অ্যাড।'

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar BJP: ‘৫ মিনিটের মধ্যে সব বাঁদরামি বন্ধ করব!’ ধর্মতলা কাঁপালেন সুকান্ত মজুমদার
Sukanta Majumdar: গেরুয়া ধ্বজ খুলে ফেলার প্রতিবাদে গর্জে উঠলেন সুকান্ত! দেখুন সরাসরি