কেন্দ্রীয় সরকারের জন্য মাত্র ১০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়নি। তবে রাজ্যে ভোট গণনা মোটের ওপর শান্তিপুর্ণ বলেও জানিয়ে দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
ভোট গণনার দিনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরাসরি কেন্দ্রে কোর্টেই বল ঠেললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জন্য মাত্র ১০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়নি। তবে রাজ্যে ভোট গণনা মোটের ওপর শান্তিপুর্ণ বলেও জানিয়ে দেন তিনি। বলেন গণনায় নিরাপত্তার সবরকম কড়া ব্যবস্থা করা হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে। তবে রাজ্যের সর্বত্র অশান্তি হয়নি বলেও দাবি তাঁর।
ভোটগ্রহণের পরেই বিএসএফএর আইজি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করেছিল। বিএসএফএর আইজি এসএস গুলেরিয়া আইজি এসএস গুলেরিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভোটে অশান্তিতে তাদের কোনও দায় নেই। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী যে সব স্থানে মোতায়েন করা হয়েছিল সেখান থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এসএস গুলেরিয়া জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের মোতায়েন করার জন্য সংবেদনশীল ও অত্যান্ত সংবেদনশীল ভোট কেন্দ্রের তালিকা তাদের দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, বিএসএস রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে স্পর্শকাতর আর অতি স্পর্শকাতর বুথের তালিকা চেয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ওই ধরনের কোনও বুথের তালিকা তাদের দেয়নি। তবে এদিন রাজীব সিনহা বিএসএফএরএই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ধারনা ছিল কেন্দ্রীয় বাহিনী থাকলে অশান্তি কম হবে। বাহিনীর জন্য বাড়তি ভয় কাজ করবে। আদালতও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন কাজ করেছে বলেও দাবি করেন। তিনি বলেন, 'আমার মনে হয় না যে ১০ হাজারের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী ওরা দিতে পেরেছে।' তিনি আরও বলেন গোটা রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে ওরা দায়বদ্ধ, তাই যথাযথ পদক্ষেপ করা হয়েছিল। তিনি আরও বলেন ভোটের দিনে অশান্তির যে খবর এসেছে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করা হয়েছে।
রাজীব সিনহা আরও বলেন, ৩৩৯টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে ১৫-২০ মিনিট পরে গণনা শুরু হয়েছে। বিক্ষিপ্ত অশান্তি হলেও অধিকাংশ গণনাকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গণনা হচ্ছে। কিছু স্থানে বহিরাগতরা ঢুকে পড়লেও প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার স্পষ্ট করে দেন গণনাতে অশান্তি বরদাস্ত করা হবে না।