আজই শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন, কখন থেকে স্বাভাবিক হবে যান চলাচল? দেখে নিন
শনিবার রাত থেকেই শুরু হয়েছে এই যান চলাচল নিয়ন্ত্রণ। বেশ কিছু রাস্তা বন্ধ করা হয়েছে শনিবার রাত থেকেই। যান চলাচল স্বাভাবিক রাখতে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িগুলোকে।
উইকেন্ডে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা। রবিবার কলকাতা পুলিশের 'সেফ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথন'কে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে ছুটির দিনে ভিক্টোরিয়া হোক বা চিড়িয়াখানা, বেড়াতে যেতে খানিকটা হয়রানিতেই পড়তে হবে সাধারণ মানুষকে। শনিবার রাত থেকেই শুরু হয়েছে এই যান চলাচল নিয়ন্ত্রণ। বেশ কিছু রাস্তা বন্ধ করা হয়েছে শনিবার রাত থেকেই। যান চলাচল স্বাভাবিক রাখতে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িগুলোকে।
১২ ফেব্রুয়ারি রবিবার আয়োজিত হচ্ছে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। পথ সুরক্ষা সপ্তাহের সমাপ্তি হিসেবেই এই ম্যারাথনের আয়োজন। পুলিশকর্মী ছাড়াঈ ম্যারাথনে যোগ দেবেন হাজার হাজার সাধারণ মানুষও। রবিবার তিন দফায় ম্যারাথন হল শহরে। ভোর ৫টা ২০ মিনিট, ৬টা ২০ মিনিট এবং ৮ টায় তিন ভাগে হল হাফ ম্যারাথন। শনি ও রবিবার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হল? কখন খুলবে রাস্তাঘাট?
Latest Videos
শনি ও রবিবার বন্ধ কোন কোন রাস্তা?
শনিবার রাত ১০টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে।
শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এজেসি বোস রোড ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে।
রবিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পূর্বমুখী এজেসি বোস রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।
রবিবার ভোর ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাসবিহারি অ্যাভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড এবং জওহরলাল নেহরু রোডে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা।
কোন কোন রুটে যাতায়াত করা যাবে?
রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তার বদলে মেয়ো রোড-ডাফেরিন রোড-আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে।
এজেসি বোস রোড ফ্লাইওভারের বদলে পার্ক স্ট্রিট অথবা শেক্সপিয়ার সরণি ব্যবহার করা যাবে।
পূর্বমুখী মা ফ্লাইওভারের পরিবর্তে পার্ক সার্কাস কানেক্টর এবং পশ্চিমমুখী মা ফ্লাইওভারের বদলে সুরাবর্দী রোড, দরগা রোড, ৪ নম্বর রেল ব্রিজ বা পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করা যাবে।
পূর্বমুখী এজেসি বোস রোডের বদলে ব্যবহার করা যাবে ডি এল খান রোড-এস এন পণ্ডিত স্ট্রিট-হরিশ মুখার্জি রোড অথবা এটিএম রোড।
এসপ্ল্যানেড র্যাম্পের বদলে ব্যবহার করা যাবে এজেসি বোস র্যাম্প, খিদিরপুর রোডের বদলে সেন্ট জর্জেস রোড অথবা স্ট্র্যান্ড রোড।
কিংসওয়ের এবং অকল্যান্ড রোডের বদলে কিরণশঙ্কর রায় রোড, কুইনসওয়ের বদলে ক্যাথিড্রাল রোড অথবা জওহরলাল নেহরু রোড এবং কাসুয়ারিনা অ্যাভিনিউয়ের বদলে আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে।