সংক্ষিপ্ত

ছুটির দিনে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু গাড়ির রুটও বদল করা হয়েছে।

রবিবার শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। সেই উপলক্ষ্যে উইকেন্ডে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা। শনিবার রাত থেকেই শহরর একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ইতিমধ্যেই প্রকাশিত হইয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও। ছুটির দিনে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু গাড়ির রুটও বদল করা হয়েছে। ফলে রাস্তা বন্ধ থাকলেও যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিশেষ বাধার সম্মুখীণ হতে হবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার শহরে আয়োজিত হচ্ছে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। এই উপলক্ষ্যে রবিবার বন্ধ থাকবে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। ১১ ফেব্রুয়ারি শনিবার রাত থকেই উক্ত রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যে সব রাস্তা বন্ধ থাকবে তার পরিবর্তে বেশ কিছু রাস্তা বাতলেও দিয়েছে কলকাতা পুলিশ। অতএব উইকেন্ডে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে নতুন রুটেই যেতে হবে শহরবাসীকে। কোন কোন রুটে যান চলাচল স্বাভাবিক থাকবে? দেখে নেওয়া যাক।

শনি ও রবিবার বন্ধ থাকবে কোন কোন রাস্তা?

  • শনিবার রাত ১০টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে।
  • শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এজেসি বোস রোড ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে।
  • রবিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পূর্বমুখী এজেসি বোস রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।
  • রবিবার ভোর ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাসবিহারি অ্যাভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড এবং জওহরলাল নেহরু রোডে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা।

কোন কোন রুটে যাতায়াত করা যাবে?

  • রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তার বদলে মেয়ো রোড-ডাফেরিন রোড-আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে।
  • এজেসি বোস রোড ফ্লাইওভারের বদলে পার্ক স্ট্রিট অথবা শেক্সপিয়ার সরণি ব্যবহার করা যাবে।
  • পূর্বমুখী মা ফ্লাইওভারের পরিবর্তে পার্ক সার্কাস কানেক্টর এবং পশ্চিমমুখী মা ফ্লাইওভারের বদলে সুরাবর্দী রোড, দরগা রোড, ৪ নম্বর রেল ব্রিজ বা পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করা যাবে।
  • পূর্বমুখী এজেসি বোস রোডের বদলে ব্যবহার করা যাবে ডি এল খান রোড-এস এন পণ্ডিত স্ট্রিট-হরিশ মুখার্জি রোড অথবা এটিএম রোড।
  • এসপ্ল্যানেড র‌্যাম্পের বদলে ব্যবহার করা যাবে এজেসি বোস র‌্যাম্প, খিদিরপুর রোডের বদলে সেন্ট জর্জেস রোড অথবা স্ট্র্যান্ড রোড।
  • কিংসওয়ের এবং অকল্যান্ড রোডের বদলে কিরণশঙ্কর রায় রোড, কুইনসওয়ের বদলে ক্যাথিড্রাল রোড অথবা জওহরলাল নেহরু রোড এবং কাসুয়ারিনা অ্যাভিনিউয়ের বদলে আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে।

রবিবার নিষেধাজ্ঞা থাকছে মালবাহী গাড়ি চলাচলে।

আরও পড়ুন - 

ভ্যালেনটাইন্স ডে-এর পরই পাকাপাকিভাবে শীতের বিদায়, বসন্তের আমেজ শহরের বাতাসে

শুক্রবারই টেটের ফল প্রকাশ, দুপুরে সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

তুরস্কের ছয় বছরের শিশুকন্যার প্রাণ বাঁচাল ভারতীয় উদ্ধারকারী দল, এনডিআরএফ-এর প্রশংসায় টুইটবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর