কসবা আইন কলেজে ধর্ষণকাণ্ড, যে ১০টি প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের তদন্তকরীরা - দেখুন ছবিতে

Published : Jun 29, 2025, 03:33 PM IST

কসবা-কাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার একটি সিট গঠন করেছে। সেই সিটের সদস্য সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৯ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্তে নেমে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে । সেগুলি মিললেই তদন্তের শেষ হবে বলেও মনে করছে তদন্তকারীদের একটা অংশ। 

PREV
112
কসবা আইন কলেজে ধর্ষণ

কলকাতা-সহ গোটা রাজ্য উত্তাল কসবা আইন কলেজের মধ্যেই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠায়। আরজি কর হত্যাকাণ্ডের বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যবাসীকে নড়িয়ে দিয়েছে এই ঘটনা। যদিও কয়েক দিন আগেই রাজ্যের মানুষকে আঘাত করেছিল কালীগঞ্জের তমোন্নাকে বিজয় মিছিল থেকে বোমা ছুঁড়ে হত্যা করার ঘটনা।

212
কসবা-কাণ্ডে তদন্ত

কসবা-কাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার একটি সিট গঠন করেছে। সেই সিটের সদস্য সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৯ করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্তে নেমে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে । সেগুলি মিললেই তদন্তের শেষ হবে বলেও মনে করছে তদন্তকারীদের একটা অংশ।

312
প্রথম প্রশ্ন

কার মদতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের এত বাড়বাড়ন্ত। মনোজিৎ মিশ্র শাসক দলের ঘনিষ্ট। তেমনই বলছে সোশ্যাল মিডিয়া পোস্টগুলি। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা। স্থানীয় বিধায়কের অত্যন্ত ঘনিষ্ট সে।

412
দ্বিতীয় প্রশ্ন

কলেজের সিসি ক্যামেরার সংযোগ মনোজিতের মোবাইল ফোনে আসবে কেন? কীভাবে তা এল?

512
তৃতীয় প্রশ্ন

ঘটনার কসবা আইন কলেজে আর কার কারা ছিল? এখনও পর্যন্ত পুলিশের হাতে মূল অভিযুক্ত, তার দুই সাগরেদ আর নিরাপত্তারক্ষীর উপস্থিতির প্রমাণ পুবিশের হাতে রয়েছে।

612
চতুর্থ প্রশ্ন

ছাত্রীকে নির্যাতনের পরিকল্পনা কী আগে থেকেই করা ছিল? যদি করা থাকে তাহলে কেন এমন পরিকল্পনা করা হয়েছিল? নাকি তরুণী মনোজিতের প্রেমের প্রস্তাব ফেরাতেই অপমানের প্রতিশোধ নিতে এই ধর্ষণকাণ্ড।

712
পঞ্চম প্রশ্ন

ছাত্রীকে নির্যাতনের সময় ভিডিও কে শ্যুট করেছিল? মনোজিৎ না তার দুই সাগরেদ? ভিডিও কি অন্য কাউকে পাঠান হয়েছিল?

812
ষষ্ঠ প্রশ্ন

মনোজিৎ কি কলেজে স্বচ্ছ পথে ভর্তি হয়েছিল? কলেজে ছাড়ার পরেও তার এই রবরবা কেন?

912
সপ্তম প্রশ্ন

মনোজিতের বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে। কিন্তু তারপরেও সে কী করে কলেজে অস্থায়ী চাকরি পেল?

1012
অষ্টম প্রশ্ন

নিরাপত্তারক্ষী ঘটনার সময় কোথায় ছিলেন? ঘটনার কথা নিরাপত্তারক্ষী লুকিয়ে গিয়েছিল কেন? পুলিশ বা কলেজ কর্তৃপক্ষ কাউকে সে কিছু বলেনি কেন?

1112
নবম প্রশ্ন

কলেজ কর্তৃপক্ষ কেন ঘটনার কথা চেপে গিয়েছিল? পুলিশের দ্বারস্থ আগে হয়নি কেন?

1212
দশম প্রশ্ন

কলেজের ক্লাস শেষ হয় বিকেল ৪টের সময়। তারপরেও মনোজিতরা এত রাত পর্যন্ত যে কলেজে ছিল তা কী কর্তৃপক্ষ জানত? রোজই মনোজিৎরা রাত অবধি কলেজে থাকত?

Read more Photos on
click me!

Recommended Stories