BJP Protest News: কসবা কাণ্ডের প্রতিবাদে অব্যাহত অবস্থান বিক্ষোভ, লালবাজারের বাইরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ BJP-র

Published : Jun 29, 2025, 07:57 AM IST

BJP On Kasba Law College: কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে পথে বিজেপি। কসবা ল কলেজের সামনে বিক্ষোভের সময় বিজেপির তিন কাউন্সিলরকে গ্রেফতার। বিশদে জাানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
110
কসবা কাণ্ডের প্রতিবাদ বিজেপির

গত ২৫ জুন কসবার আইন কলেজের এক ছাত্রীকে কলেজের ভিতরে ধর্ষণ করে কলেজেরই এক প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র নেতা।সঙ্গী আরও দুই পড়ুয়া প্রথম বর্ষের ছাত্র জ়ইব আহমেদ ও দ্বিতীয় বর্ষের ছাত্র প্রমিত মুখোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামে বিজেপি। 

210
বিজেপির মিছিল আটকাতে সক্রিয় পুলিশ

ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির তরফে গড়িয়াহাট মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার সহ রাজ্যের অন্যান্য নেতৃত্বরা। এই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশকে পূর্ব অতি সক্রিয় ভূমিকায় দেখা যায়।

310
গ্রেফতার বিজেপি কাউন্সিলর

কসবা কাণ্ডের প্রতিবাদ করায় বলপূর্বক গ্রেফতার করা হয় বিজেপির তিন কাউন্সিলরকে। ধরে নিয়ে যাওয়া  হয় লালবাজারে। 

410
পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি

জানা গিয়েছে, কলেজকাণ্ডের প্রতিবাদে শনিবার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তার জেরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

510
গ্রেফতার সুকান্ত মজুমদার

গ্রেফতারের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এখানে ১৪৪ ধারা নেই তাহলে আটকাচ্ছেন কেন?” এক পুলিশ আধিকারিক জানান, “ব্যারিকেড ভাঙার দায়ে গ্রেফতার করা হবে।” তখন রাজ্য সভাপতি বলেন, “গণতন্ত্রের অধিকার রয়েছে বিক্ষোভ দেখানোর। রাজ্যে একের পর এক ধর্ষণ হচ্ছে, তখন তো আটকাতে পারছেন না। আর আমরা বিক্ষোভ করলেই দোষ?”

610
লালবাজারের বাইরে বিজেপির অবস্থান বিক্ষোভ

লালবাজারের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। লালবাজারের বাইরে ডিসি সেন্ট্রাল হাজির হয়েছেন। বলা হয়েছিল এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। তারপরে তিনজন কাউন্সিলর বসে থাকার সিদ্ধান্ত নেন। সবাইকে সরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত অবস্থান চলছে লাল বাজারের বাইরে।

710
কসবা কাণ্ডের প্রতিবাদে সরব সুকান্ত

প্রিজ়ন ভ্যান থেকেই রাজ্য সভাপতি বলেন, ‘শিক্ষাঙ্গণে যে ভাবে ধর্ষণ করা হলো, তা সাংঘাতিক। পদের লোভ দেখিয়ে, সেই লোভে রাজি না হওয়ায় এই ঘটনা। কী প্যাথেটিক অবস্থা। একটা মেয়ে বলেছে, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। ইনহেলার এনে দিয়েছে, কিন্তু তাঁর পরেও ছাড়েনি। এরা মানুষ?’

810
লালবাজারের বাইরে বিক্ষোভ

রাত পেরিয়ে সকালেও চলছে  লালবাজারের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ। এখনও আটক বিজেপি কর্মীরা। 

910
থানায় কাটল রাত

প্রতিবাদের ফলস্বরূপ রাজ্য সভাপতি সহ অন্যান্য বিজেপি কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত রাজ্য সভাপতিকে ছাড়া হয়নি লালবাজার থেকে। ব্যক্তিগত বন্ডে সই করতে তিনি অস্বীকার করেছেন এবং জানিয়ে দিয়েছিলেন যদি প্রয়োজন হয় থানাতেই তিনি রাত কাটাবেন।

1010
বাড়ছে প্রতিবাদের আগুন

এখনও লালবাজারের বাইরে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ অব্যাহত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিবাদের ঝাঁজ। 

Read more Photos on
click me!

Recommended Stories