Kolkata Traffic Update: কোন রাস্তায় গেলে সহজ হবে গন্তব্যে পৌঁছন? দেখে নিন বৃহস্পতিবার কখন শহরের কোন রাস্তা বন্ধ থাকবে?

অফিসে বেরোনোর আগে দেখে নেওয়া যাক আজ কোন পথে গেলে গন্তব্যে পৌঁছতে পারবেন নির্বিঘ্নে। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসায় সাজো সাজো রব শহরজুড়ে। তবে রাষ্ট্রপতির আসাকে কেন্দ্র করে শহরের একধিক এলাকায় নিয়ন্ত্রিত হয়েছে যান চলাচল। সপ্তাহের ব্যস্ততম দিনে সকাল থেকেই শহরের একাধিক রাস্তা বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। তাই অফিসে বেরোনোর আগে দেখে নেওয়া যাক আজ কোন পথে গেলে গন্তব্যে পৌঁছতে পারবেন নির্বিঘ্নে। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে?

Latest Videos

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হিডকো থেকে সায়েন্সসিটি পর্যন্ত ইমবাইপাসের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। বিকল্প রাস্তা হিসেবে সিআইটি রোড বা এপিসি রায় রোড ব্যবহার করা যেতে পারে। মা ফ্লাইওভারেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। তবে এজেসি বোস রোড খোলা থাকবে। অন্যদিকে রাষ্ট্রপতি ফেরার সময়ও এই রাস্তাগুলি ২টো ৫০ থেকে ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে সকাল ১০টা থেকে ১১টা ১৫ আর বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, রেড রোড ও আরআর অ্যাভেনিউয়ের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেলা ১২টা ১টা ৪৫ পর্যন্ত সিজেআর রোড পশ্চিম, সিজেআর রোড পূর্ব, গার্ডেনরিচ রোড পশ্চিম, গার্ডেনরিচ রোড পূর্ব, আকরা রোড পূর্ব, এসপ্ল্যানেড ব়্যাম্পে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

একনজরে বৃহস্পতিবার ট্রাফিক আপডেট

Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari